বিতর্কের মাঝেই ভাগলপুরের এই জায়গায় তৈরি হতে চলেছে নতুন স্টেডিয়াম, থাকছে উন্নত ব্যবস্থাও

স্টেডিয়াম নিয়ে বর্তমানে একের পর এক বিতর্কের জন্ম দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কখনও ফ্লাডলাইট সমস্যা,কখনও বা নিকাশি ব্যবস্থার সমস্যা সব মিলিয়ে নানা বিতর্কে জড়িয়েছে ভারতের…

Good News for Players: Football Stadiums to be Built in Bhagalpur with Top Facilities

স্টেডিয়াম নিয়ে বর্তমানে একের পর এক বিতর্কের জন্ম দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কখনও ফ্লাডলাইট সমস্যা,কখনও বা নিকাশি ব্যবস্থার সমস্যা সব মিলিয়ে নানা বিতর্কে জড়িয়েছে ভারতের ক্রিকেট স্টেডিয়ামগুলি। তবে ক্রিকেটে বিতর্ক থাকলেও ভারতীয় ফুটবলের (Indian Football) জন্য রইল সুখবর। বর্তমানে বিহারের ভাগলপুরের নভগাছিয়া ও কাহালগাঁও মহকুমায় তৈরি হবে উন্নত ফুটবল স্টেডিয়াম। এটি খেলো ইন্ডিয়া প্রকল্পের অধীনে নির্মিত হবে। এ জন্য একটি স্থানও চিহ্নিত করা হচ্ছে। গতকাল বিহার ফুটবল আসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রসেনজিৎ মেহেতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন,খেলাধুলার পরিবেশ উন্নয়নে ক্রীড়া অবকাঠামোর লক্ষ্যকে সামনে রেখে খেলোয়াড়দের অনুশীলন ও প্রতিযোগিতার জন্য ফুটবল স্টেডিয়াম ও মাল্টিপারপাস হলগুলি নির্মাণ করা হবে।

গতকাল এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট নবল চৌধুরী স্থানীয় সংবাদসংস্থাকে বলেন,”শিশুরা খেলাধুলায়ও শীর্ষস্থানীয় হয়ে উঠছে এবং সরকার যখন থেকে পদক জিতে চাকরির ব্যবস্থা শুরু করেছে তখন থেকেই খেলাধুলার প্রতি শিশুদের আগ্রহ বাড়তে শুরু করেছে। তাই এমন পরিস্থিতিতে খেলাধুলার প্রসারে স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি আমরা।”

   

ভারতীয় ভৌগোলিক পরিবেশে বিহার মালভুমি অঞ্চলের মধ্যে পরে। ফলত স্টেডিয়াম তৈরী করতে গেলে প্রয়োজনীয় সমতলভূমির যথেষ্ট পরিমানে অভাব রয়েছে এখানে। তাই খুব দ্রুত সমতল জমি চিহ্নিত করে স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করতে চাইছে বিহার ফুটবল কর্তৃপক্ষ। গতকাল এ বিষয়ে বিহার ফুটবল আসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রসেনজিৎ মেহেতা বলেন, “আমরা এ বিষয়ে কাজ করছি, শিগগিরই জমি চিহ্নিত করে এখানে স্টেডিয়াম নির্মাণ করা হবে। তিনি বলেন, এটি নির্মাণের ফলে আশপাশের এলাকার মানুষও অনেক সুবিধা পাবে। কারণ গ্রামের শিশুরা খেলাধুলায় খুবই উৎসাহী। কিন্তু সম্পদের অভাবে তারা সেই সুযোগ পায় না যা আমরা দিতে নিয়োজিত। শিগগিরই সব ব্যবস্থা করা হবে। যার কারণে খেলোয়াড়ের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।”

Indian Football: দর্শনীয় গোল করা ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিতে পারে ভারতীয় ক্লাব

ভারতীয় ভৌগোলিক পরিবেশে বিহার মালভুমি অঞ্চলের মধ্যে পরে। ফলত স্টেডিয়াম তৈরী করতে গেলে প্রয়োজনীয় সমতলভূমির যথেষ্ট পরিমানে অভাব রয়েছে এখানে। তাই খুব দ্রুত সমতল জমি চিহ্নিত করে স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করতে চাইছে বিহার ফুটবল কর্তৃপক্ষ।
গতকাল এ বিষয়ে বিহার ফুটবল আসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রসেনজিৎ মেহেতা বলেন, “আমরা এ বিষয়ে কাজ করছি, শিগগিরই জমি চিহ্নিত করে এখানে স্টেডিয়াম নির্মাণ করা হবে। তিনি বলেন, এটি নির্মাণের ফলে আশপাশের এলাকার মানুষও অনেক সুবিধা পাবে। কারণ গ্রামের শিশুরা খেলাধুলায় খুবই উৎসাহী। কিন্তু সম্পদের অভাবে তারা সেই সুযোগ পায় না যা আমরা দিতে নিয়োজিত। শিগগিরই সব ব্যবস্থা করা হবে। যার কারণে খেলোয়াড়ের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।’

প্রসঙ্গত উল্লেখ্য যে বেশ কিছুদিন আগে আইএসএলের ম্যাচে যুবভারতীতে ভিআর সিস্টেম না থাকার জন্য মোহনবাগানের বিতর্কিত গোলে আইএসএল কর্তৃপক্ষের ওপর বিক্ষোভে ফেটে পড়েন নর্থইস্ট কোচ বেনালি। এছাড়াও গতবারের আইএএসএলে বেশ কিছুবার মাঠের ঘাস নিয়েও ভারতীয় ফুটবল (Indian Football) কর্তৃপক্ষকে বহুবার প্রশ্ন তুলেছেন অংশগ্রহণকারী দলের কোচরা। বর্তমানে তাই এই স্টেডিয়ামের নির্মাণকে ঘিরে বেশ শোরগোল পড়েছে ভারতীয় ফুটবল জগতে। উন্নত প্রযুক্তি ব্যবস্থা সহ এই স্টেডিয়াম নির্মিত হয়ে গেলে আখেরে লাভ হবে বিহারেরই। হিমাচলের পাশাপাশি বিহার থেকেও উঠে আসবেন নতুন তারকারা। তাই সব মিলিয়ে স্টেডিয়ামের উদ্বোধনের অপেক্ষাতেই রয়েছেন ভারতের ফুটবলপ্রেমীরা।