মরসুমের শুরু থেকেই যথেষ্ট হতাশাজনক পারফরম্যান্স করে আসছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। ডুরান্ড কাপ হোক কিংবা আইএসএল (ISL 2024)। একের পর এক ম্যাচ কেবল পরাজয়। যা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছেন লাল-হলুদ সমর্থকরা। এই পরিস্থিতিতে দলকে আরও সমস্যায় ফেলছে খেলোয়াড়দের চোট আঘাতের সমস্যা। গত কয়েক সপ্তাহ ধরেই চোটের সমস্যায় জেরবার থেকেছেন দলের একাধিক ফুটবলার। দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের এই চোটের সমস্যা কার্যত দিশেহারা করেছে ম্যানেজমেন্টকে। যারফলে গুরুত্বপূর্ণ ম্যাচে নামানো সম্ভব হয়নি একাধিক তারকা ফুটবলারদের। যার প্রভাব এসেছে পারফরম্যান্সে।
টানা চারটি ম্যাচ দল পরাজিত হলেও খুব একটা খারাপ পারফরম্যান্স থাকেনি ফুটবলারদের। কিন্তু ফুটবলের ক্ষেত্রে গোলের মুখ না খুলতে পারলে পয়েন্ট পাওয়া মুশকিল। বর্তমানে সেই সমস্যায় জেরবার ইমামি ইস্টবেঙ্গল। এসবের মাঝেই বদল হয়েছে দলের কোচ। কার্লেস কুয়াদ্রাতের বদলে আরেক স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের হাতে দেওয়া হয়েছে দলের দায়িত্ব। তাঁর হাত ধরেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।
আগামী ১৯শে অক্টোবর ডার্বি ম্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল। যেখানে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে। নয়া কোচ আসায় দল আদৌও জয়ে ফিরতে পারে কিনা এখন সেদিকেই নজর থাকবে সকলের।
অপরদিকে শেষ কয়েক সপ্তাহে চোট সমস্যায় জেরবার ছিলেন দলের একাধিক ফুটবলার। যাদের মধ্যে ছিলেন গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকস। বর্তমানে সম্পূর্ণ সুস্থ তিনি। গত কয়েকদিন ধরেই বিনো জর্জের তত্ত্বাবধানে দলের সাথে অনুশীলন করছেন তিনি। এছাড়াও ফিট হয়ে উঠেছেন মহম্মদ রাওকিপ। সব ঠিকঠাক থাকলে আসন্ন কলকাতা ডার্বিতে লাল-হলুদের জার্সিতে ফরোয়ার্ড লাইনে ঝড় তুলতে দেখা যেতে পারে দিমিত্রিওস ডায়মান্তাকসকে। যা নিঃসন্দেহে স্বস্তি দেবে আপামর ইস্টবেঙ্গল জনতাকে।
Leaving no stone unturned to win the #KolkataDerby! 👊
Just 6️⃣ days to go! 😤#JoyEastBengal #ISL #EBFCMBSG pic.twitter.com/wvjQZDVNPe
— East Bengal FC (@eastbengal_fc) October 13, 2024
তবে শুধুমাত্র এই দুই তারকা ফুটবলার নয়। বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন ভারতীয় ডিফেন্ডার নিশু কুমার। উল্লেখ্য, এই ফুটবল মরসুমের শুরুতেই প্রাক মরসুম প্রস্তুতি চলাকালীন চোট পেয়েছিলেন এই ভারতীয় ডিফেন্ডার। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল দলের কাছে। তবে সময়ের সাথে সাথে প্রায় ফিট হয়ে উঠেছেন তিনি। গত মাসেই শহরে এসে নিজেকে প্রস্তুত করার কাজ শুরু করে দিয়েছিলেন তিনি। অবশেষে গত সোমবার থেকেই যোগ দিয়েছেন দলের অনুশীলনে। ঘন্টাখানেক বল নিয়ে অনুশীলন করার পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিংয়ের দিকেই বিশেষ নজর দেন নিশু কুমার।