ATK Mohun Bagan সমর্থকদের জন্য খুশির খবর

Good news for ATK Mohun Bagan fans

সম্প্রতি বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা ভারতীয় ফুটবলের ও নিষেধাজ্ঞা আরোপ করে। এরপরেই ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এবং সুপ্রীম কোর্টে শুনানি পর্ব শেষে গোটা ইস্যুতে সোমবার ভারতীয় ফুটবলের নিরিখে এক যুগান্তকারী সঙ্গে তাৎপর্যপূর্ণ নির্দেশ জারি করেছে। যা ATK মোহনবাগান (ATK Mohun Bagan) সমর্থক সহ দেশের তামাম ফুটবলার থেকে শুরু করে প্রাক্তনী এবং দেশের ফুটবল ভক্তকুলের কাছে নিশ্চিত ভাবে স্বস্তি পাশাপাশি খুশির খবর।

ফিফার প্রথম দুটি শর্ত ছিল: ১)সম্পূর্ণরূপে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (CoA) আদেশ বাতিল (২) সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) প্রশাসন ফেডারেশনেরর দৈনন্দিন বিষয়গুলির সম্পূর্ণরূপে দায়িত্বে থাকবে। সুপ্রিম কোর্ট সোমবারের আদেশে দুটি শর্তই পূরণ হয়েছে। এটা সাসপেনশন উঠানোর জন্য যথেষ্ট।

   

সোমবার শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ সবকিছুই ইঙ্গিত দেয় যে ATK মোহনবাগান ৭ সেপ্টেম্বর ঘরের মাঠে এএফসি কাপ আন্তঃ-জোন সেমিফাইনাল খেলবে।এদিন আদালতের নির্দেশ অনুসারে, “এআইএফএফ’র দৈনন্দিন ব্যবস্থাপনার সবকিছু নিরঙ্কুশভাবে ভারপ্রাপ্ত মহাসচিবের নেতৃত্বে ফেডারেশন তার প্রশাসনের মাধ্যমে দেখাশোনা করা হবে।”

সুপ্রীম কোর্টের পর্যবেক্ষণে পরামর্শ দেওয়া হয়েছে যে CoA’কে এআইএফএফ’র একজন বেতনভুক্ত কর্মচারী হতে হবে এবং সাধারণ সম্পাদককে একজন নির্বাচিত অফিস-কর্তার পদ হতে হবে। সুপ্রীম নির্দেশে আবারও এআইএফএফের নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া যাবে।

উল্লেখ্য যে, প্রথম দুটি শর্ত পূরণ হয়েছে। সাসপেনশন উঠানোর জন্য এগুলোই যথেষ্ট। স্থগিতাদেশ উঠে গেলে, ফেডারেশনকে অন্য দুটি শর্ত পূরণ করতে হবে। এই কারণে স্থগিতাদেশের কারণে, AIFF কিছু ক্ষেত্রে ২০২২-২৩ মরসুমের জাতীয় ক্লাব প্রতিযোগিতার জন্য ভারতীয় ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত আই লিগ এবং ISL ক্লাবকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিষেধাজ্ঞা উঠে গেলে ফের সমস্ত বিষয় আতস কাচের তলায় পরীক্ষা করতে হবে।

প্রসঙ্গত, শর্ত পূরণ করা হলেও বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা নিষেধাজ্ঞা তুলে নেয়নি। ততদিন পর্যন্ত কোনও ভারতীয় দল আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। তবে ফিফার দুই শর্ত সুপ্রীম কোর্টের নির্দেশবলে মান্যতা পাওয়াতে ফিফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেই ভারতীয় ফুটবলে “ফিল গুড ফ্যাক্টর” পুনঃ প্রতিষ্ঠিত হবে এই নিয়ে আর কোনও সন্দেহ নেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন