Bengal : বাঙালি ফুটবলারকে দলে নিতে চলেছে দক্ষিণ ভারতীয় ক্লাব

এএফসি কাপ অভিযানের আগে দল আরও একটু গুছিয়ে নিতে চাইছে গোকুলাম কেরালা। বাংলার (Bengal) সন্তোষ ট্রফি (Santosh Trophy) টিমের এক ফুটবলারকে সই করানোর দোরগোড়ায় তারা রয়েছে বলে দাবি সংবাদ মাধ্যমের রিপোর্টে।

Advertisements

মনে করা হচ্ছে শুভঙ্কর অধিকারীকে সই করানোর মুখে রয়েছে গোকুলাম। সূত্র উদ্ধৃত করে বহুল প্রচলিত এক ইংরেজি ক্রীড়া সংবাদ মাধ্যমে লেখা হয়েছে, ‘শুভঙ্কর অধিকারী গোকুলামের হয়ে সই করে ফেলেছেন। আই লিগ এবং ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবের পক্ষ থেকে তাঁকে অফার দেওয়া হয়েছিল।’

মোহনবাগানের অনূর্ধ্ব ১৮ দল থেকে শুভঙ্করের উত্থান। সেখান থেকে তিনি সই করেছিলেন কেরালা ফুটবল ক্লাবে। এই দলের হয়ে আই লিগের দ্বিতীয় ডিভিশন প্রতিযোগিতায় খেলেছিলেন বেশ কিছু ম্যাচ। পরের মরশুমে যোগ দিয়েছিলেন সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাবে।

Advertisements

দক্ষিণ ভারতীয় ফুটবল মাঠের পাশাপাশি কলকাতা ময়দানের সঙ্গেও তিনি ভালোরকম পরিচিত। জর্জ টেলিগ্রাফের হয়ে মেলে ধরেছিলেন নজরকাড়া পারফরম্যান্স। এরপরেই সুযোগ পেয়েছেন এবারের বাংলা সন্তোষ ট্রফি দলে। এখনও পর্যন্ত সন্তোষ ট্রফিতে ধারাবাহিক ভালো খেলছেন শুভঙ্কর। বাংলাকে সেমিফাইনালে তোলার পিছনে রয়েছে তাঁর ভূমিকা। রক্ষণকে আঁটোসাঁটো রাখতে পরিশ্রম করে চলেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় কিছু দিন আগের গুজব, শুভঙ্কর অধিকারীকে প্রায় চূড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল। সেই দাবি সত্য নয় বলেই এখন মনে করা হচ্ছে। বাঙালি এই ডিফেন্ডারকে দেখা যাবে গোকুলাম কেরালার জার্সিতে।