মিজোরামের এই ফুটবলারকে দলে টানার পথে গোকুলাম

শেষ কিছু মরসুম ধরে খুব একটা সাফল্য পায়নি গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। গতবছর নির্ধারিত ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে আইলিগের পয়েন্ট টেবিলের তৃতীয়…

Moses Lalrinzuala

শেষ কিছু মরসুম ধরে খুব একটা সাফল্য পায়নি গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। গতবছর নির্ধারিত ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে আইলিগের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানেই শেষ করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। যারফলে কিছুটা হলেও হতাশা দেখা দিয়েছিল গোকুলাম ফুটবলারদের। তবে পুরনো সমস্ত কিছু ভুলে এই নয়া সিজনে ঘুরে দাঁড়িয়ে আইলিগ চ্যাম্পিয়ন হতে মরিয়া ছিল দক্ষিণের এই ফুটবল দল। সেইমতো এবার একাধিক দাপুটে ফুটবলারদের দলে টেনেছিল গোকুলাম কেরালা এফসি। যাদের মধ্যে অন্যতম ছিলেন ভারতীয় ফরোয়ার্ড ভিপি সুহের। এছাড়াও আরও একাধিক তারকা ফুটবলারদের নিয়ে লিগ শুরু করেছিল এই ফুটবল দল।

তাঁদের নিয়েই এবার যথেষ্ট দাপটের সাথে লড়াই শুরু করেছিল গোকুলাম। কিন্তু চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে বহু আগেই ছিটকে যেতে হয়েছিল দলকে। শেষ পর্যন্ত এবছর চতুর্থ স্থানে থেকেই আইলিগ শেষ করেছে আইলিগের এই শক্তিশালী দল। স্বাভাবিকভাবেই দলের এমন পারফরম্যান্স নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তবে এই ধাক্কা কাটিয়ে এখন থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক ভারতীয় প্রতিভার দিকেও নজর রয়েছে তাঁদের। বলতে গেলে প্রতিপক্ষের ঘর ভেঙে একাধিক ফুটবলারদের সই করাতে বদ্ধপরিকর গোকুলাম।

   

যার মধ্যে এবার ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে মোজেস লালরিনজুয়ালার নাম। বর্তমানে দ্বিতীয় ডিভিশন আইলিগের ক্লাব চানমারি এফসির সঙ্গে যুক্ত রয়েছেন মিজোরামের এই ‌ফুটবলার। গোটা আইলিগ সেশনে‌ মোট সাতটি ম্যাচ খেলে দুইটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট ও থেকেছে বছর তেইশের এই ফুটবলারের। স্বাভাবিকভাবেই তাঁর উপর নজর গিয়ে পড়ে প্রথম ডিভিশন আইলিগের একাধিক ফুটবল ক্লাবের। একটা সময় নাকি তাঁকে নিতে আগ্ৰহ ও প্রকাশ করেছিল ডায়মন্ড হারবার এফসির মতো ক্লাব। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে চূড়ান্ত করে ফেলে গোকুলাম।

Advertisements

হিসাব অনুযায়ী চলতি বছরের এই মে মাস পর্যন্ত মোজেসের সঙ্গে চুক্তি রয়েছে চানমারি এফসির। তারপরেই এই ফুটবলারকে দলে সই করাতে চলেছে গোকুলাম কেরালা এফসি। এই তরুণ ফুটবলারের উপস্থিতি আগের থেকে আরও শক্তিশালী করে তুলতে পারে গোকুলামের মতো ফুটবল দলকে।