Transfer window: ভারতীয় ফুটবলে কড়াকড়ি হয়েছে প্রতিযোগিতা। সব ক্লাবই সাধ্য মতো স্কোয়াড গঠন করার চেষ্টায় রয়েছে। আই লীগ খেলা ক্লাবগুলো বেছে নিচ্ছে নিজেদের পছন্দের ফুটবলারদের। এক তরুণ ফুটবলারকে কার্যত লুফে নিল গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)।
সম্প্রতি সময়ে ভারতীয় ফুটবলে চমকপ্রদ পারফরম্যান্স তুলে ধরে ফুটবল প্রেমীদের কার্যত চমকে দিয়েছিল গোকুলাম কেরালা এফসি। এশিয়ান প্রতিযোগিতার লড়াইয়ে উঠেছিল দল। এটিকে মোহন বাগানের মতো হেভিওয়েট দলের মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল দক্ষিণ ভারতের এই ফুটবল ক্লাব। নতুন মরসুমের আগে তারা নিজেদের স্কোয়াডের গভীরতা বাড়িয়ে নেওয়ার কাজে মন দিয়েছে। সেই লক্ষ্যে ক্লাব চূড়ান্ত করেছে উত্তর পূর্ব ভারতের উদীয়মান এক ফুটবলারকে।
ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে সই সংবাদ। চুক্তি করা হয়েছে Laishram Johnson Singh এর সঙ্গে। মণিপুরের এই ফুটবলারের জন্ম ২০০৫ সালের ৫ মে। নিজের প্রতিভার জোরে ইতিমধ্যে একাধিক ক্লাব রিক্রুটারদের নজরে পড়েছেন তিনি। প্রাপ্ত খবর অনুযায়ী, জনসন সিংয়ের সঙ্গে দীর্ঘ মেয়াদের চুক্তি করেছে গোকুলাম কেরালা।
Welcome aboard, Laishram Johnson Singh! 🎉
We're excited to see him light up the pitch and make his mark 🤩#GKFC #Malabarians pic.twitter.com/3XvxL2cLZO— Gokulam Kerala FC (@GokulamKeralaFC) July 10, 2023
সর্বভারতীয় ফুটবল সংস্থার ওয়েব সাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, Laishram Johnson Singh খেলেন রক্ষণ ভাগে। তার নামের পাশে রয়েছে তিরিশের বেশি ম্যাচ খেলার রেকর্ড। অতীতে যুক্ত ছিলেন Chennaiyin FC, বুরইল ফুটবল ক্লাব, ফুটবল ক্লাব এড়িয়ে কোড, বেঙ্গালুরু ফুটবল ক্লাব, সাই এর মতো দলের সঙ্গে।