Rajya Sabha Elections: ঘোষণা করা হল তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকা

রাজ্য সভায় (Rajya Sabha Elections) প্রার্থীর তালিকা চূড়ান্ত করল তৃণমূল কংগ্রেস। যেখানে রয়েছে, সুখেন্দু শেখর রায়, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, রয়েছে সামিরুল ইসলাম, প্রকাশ চিক বারিক এবং সাকেত গোখেল।

Prakash Chik Barik and Saket Gokhel

এবার রাজ্য সভায় (Rajya Sabha Elections) প্রার্থীর তালিকা চূড়ান্ত করল তৃণমূল কংগ্রেস। যেখানে রয়েছে, সুখেন্দু শেখর রায়, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, রয়েছে সামিরুল ইসলাম, প্রকাশ চিক বারিক এবং সাকেত গোখেল। এর মধ্যে ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুখেন্দুশেখর রায় তৃণমূলের রাজ্যসভা সাংসদ ছিলেন। তাঁদের পুনরায় মনোনয়ন দেওয়া হল। বাকি তিন মুখ নতুন৷

এর মধ্যে রয়েছেন নতুন মুখ সামিরুল ইসলাম তিনি একজন অধ্যাপক এবং আইআইটির কৃতি ছাত্র। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই সামিরুল ইসলামকে প্রার্থী করে সংখ্যালঘু সম্প্রদায়কে বার্তা দিল তৃণমূল কংগ্রেস। এর আগে থেকেই রাজ্যসভায় দুজন সংখ্যালঘু ব্যক্তি রয়েছেন।

অন্যদিকে উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব করবেন প্রকাশ চিক বারিক। এছাড়া রয়েছে সাকিব গোখলে তৃণমূলের জাতীয় মুখপাত্র যাকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে তাকে এবার তৃণমূল প্রার্থী করেছে।

২৪ জুলাই রাজ্যসভার নির্বাচন হবে তার মধ্যে পাঁচটি আসনের তৃণমূলের জয় নিশ্চিত এবং একটি আসনে উপনির্বাচন হবে। মনোনয়ন শুরু হয়ে গিয়েছে ৬ জুলাই থেকে তা শেষ হবে ১৩ জুলাই এবং স্কুটিনি হবে ১৪ জুলাই, মনোনয়ন প্রত্যাহারের সময় ১৭ জুলাই। বুধবার তৃণমূলের পক্ষ থেকে মনোনয়ন শেষ করা হবে বলে জানা গিয়েছে।