Sunday, December 7, 2025
HomeSports NewsGokulam Kerala: এডু বেদিয়াকে দলে নিয়ে চমক দিল গোকুলাম

Gokulam Kerala: এডু বেদিয়াকে দলে নিয়ে চমক দিল গোকুলাম

- Advertisement -

উৎসবের দিনের জন্য তোলা ছিল উপহার। এই উপহার ক্লাবের পক্ষ থেকে সমর্থকদের জন্য। সোশ্যাল মিডিয়ায় ওনাম উৎসব উপলক্ষ্যে উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। তখনই চমক দিল Gokulam Kerala ফুটবল ক্লাব। এডু বেদিয়াকে নিশ্চিত করেছে ক্লাব।

মঙ্গলবার সন্ধ্যায় Gokulam Kerala ফুটবল ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে এই সই সংবাদ। সই সংবাদ সংক্রান্ত পোষ্টটি দেখে ক্লাবের ফলয়াররাও। বিস্ময় প্রকাশ করেছেন। অনেকেই হয়তো এই সই আশা করেননি। কিছু আগে ফুটবল মহলে জল্পনা ছিল নতুন কোনো ক্লাবে যোগ দিতে পারেন এডু বেদিয়া। শোনা যাচ্ছিল পাঞ্জাব এফসির নাম। নতুন দল হিসেবে তারা এবার খেলবে ইন্ডিয়ান সুপার লীগ।

   

Gokulam Kerala দেশের সর্বোচ্চ ফুটবল লীগ খেলার অন্যতম দাবিদার। গত মরসুমে প্রত্যাশা মতো খেলতে পারেনি তারা। তবে তার আগের দুই মরসুমে Gokulam ছিল কার্যত অপ্রতিরোধ্য। ISL খেলা নিশ্চিত করার জন্য আই লীগ জেতা দরকার। সেটার জন্য দরকার মজবুত স্কোয়াড। এই পরিস্থিতিতে আইএসএলে অভিজ্ঞতা রয়েছে এরকম একজন ফুটবলার দলের জন্য উপযোগী প্রমাণিত হতে পারেন।

যিনি দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সামনে থেকে। এডু বেদিয়া তেমনই একজন ফুটবলার। ভারতে আসার পর থেকে নিজের ফুটবল দক্ষতার পরিচয় দিয়েছেন নিরন্তর। খেলেছেন একশোটির বেশি ম্যাচ। সম্প্রতি সময়ে ভারতে খেলা অন্যতম সফল এবং ধারাবাহিক বিদেশি ফুটবলার এডু।

২০১৭ সালে যোগ দিয়েছিলেন গোয়ার ক্লাবে। এরপর আর দল বদল করেননি। ভারতীয় ফুটবলে অতিক্রম করেছেন একশো ম্যাচ খেলার মাইল ফলক। মাঝমাঠের এই ফুটবলার স্পেনের একাধিক ক্লাবে দাপিয়ে বেড়িয়েছেন এক সময়। খেলেছেন বার্সেলোনার বি দলে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular