Kerala Derby: মোহনবাগান মাঠে হল ৭ গোলের উত্তেজনাপূর্ণ ‘দক্ষিণী ডার্বি’

Gokulam Kerala

রবিবার কলকাতার মোহন বাগান মাঠে অনুষ্ঠিত জাতীয় স্তরের কেরালা ডার্বিতে (Kerala Derby) কেরালা ব্লাস্টার্সকে ৪-৩ গোলে পরাজিত করল গোকুলাম কেরালা। ১৩২তম ডুরান্ড কাপের ‘সি’ গ্রুপের খেলায় দুই দলের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী থাকলেন ফুটবল প্রেমীরা। ম্যাচে গোকুলাম কেরালার দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেছিল। বোবা অ্যামিনোউ, অভিজিৎ এবং আলেহান্দ্রো সানচেজ লোপেজ প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিলেন। নোয়াচা সিংয় একটি আত্মঘাতী গোল করেন।

কিক অফের পর থেকেই খেলাটি দ্রুত লয় ধরে নিয়েছিল। কেরালা ব্লাস্টার্স গোকুলামের হাই প্রেসার ট্যাকটিক্যাল মুভমেন্টকে প্রতিহত করার চেষ্টা করেছিল পুরো দমে। প্রথম ১০ মিনিটের মধ্যে উভয় দলই তাদের প্রতিপক্ষকে বল পায়ে দারুণভাবে চ্যালেঞ্জ জানিয়েছিল। যার ফলে ম্যাচের শেষ মিনিট পর্যন্ত খেলা হয়েছিল রোমাঞ্চকর। ১৭ তম মিনিটে বোবা অ্যামিনোউ কর্নার থেকে প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়ে গোকুলাম কেরালাকে লিড এনে দিয়েছিলেন। কেরালা ব্লাস্টার্স পাল্টা দেওয়ার জন্য প্রচেষ্টা জারি রেখেছিল। ৩৫ তম মিনিটে জাস্টিন ইমানুয়েল গোল করে সমতা ফেরান।

   

এর কিছু পরেই গোকুলাম কেরাল আলেহান্দ্রো সানচেজ লোপেজের সহায়তায় দ্রুত লিড ফিরে পায়। নাটক তখনও বাকি ছিল। প্রথমার্ধের ঠিক আগে নোয়াচা সিংয়ের আত্মঘাতী গোলে এগিয়ে যায় গোকুলাম।

দ্বিতীয়ার্ধে খেলার তীব্রতা বজায় থাকে। ৪৮ তম মিনিটে অভিজিতের দূরপাল্লার গোলে গোকুলামের লিড বেড়ে হল ৪-১। এরপর ৫৪ তম মিনিটে কেরালা ব্লাস্টার্সের পক্ষে প্রবীর দাসের গোল। উভয় দল কৌশলগত পরিবর্তন করার সাথে সাথে ম্যাচটি আরও ওপেন হয়ে যায়। যার ফলে ম্যাচে হল আরও গোল। ৭৬তম মিনিটে কেরালা ব্লাস্টার্সের হয়ে লুনা গোলে ব্যবধান কমে হয় ৪-৩।

এরপর ম্যাচের শেষ অংশে ছিল বেশ কিছু ট্যাকল এবং কিছু চ্যালেঞ্জ। উত্তেজনাপূর্ণ একাধিক মুহুর্ত সত্ত্বেও, গোকুলাম কেরালা তাদের লিড ধরে রাখতে শেষ পর্যন্ত সক্ষম হয়েছিল। এই বহুল প্রত্যাশিত ম্যাচে একটি স্মরণীয় জয় অর্জন করল একাধিকবার আই লীগ জয়ী দল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন