গত হিরো আইএসএল মরশুম থেকে মোহনবাগান দলের তিন কাঠি সামলাচ্ছেন হিমাচল প্রদেশের তারকা বিশাল কাইথ (Vishal Kaith )। শেষ মরশুমে তার হাতেই আটকে গিয়েছিল আইএসএল ও সুপার কাপের একাধিক তাবড় তাবড় ফুটবলার। প্রতিপক্ষের আক্রমণ থেকে একাধিকবার দলের সাক্ষাৎ পতন রোধ করতে ও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিশাল।
সেইসাথে ইন্ডিয়ান সুপার লিগের শেষ মরশুমের সেমিফাইনাল ও ফাইনালে হায়দরাবাদ এফসি ও বেঙ্গালুরু এফসি কে পরাজিত করে খেতাব জয় করার ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ হাত ছিল এই তারকা ফুটবলারের। গোটা মরশুম জুড়ে তার এই অনবদ্য পারফরম্যান্সের দরুন লাচেনপা কে পিছনে ফেলে সবচেয়ে বেশি ক্লিনশিটের সৌজন্যে সোনার গ্লাভস ও উঠে আসে তার হাতে।
তবে এবার অন্য ছন্দে মেরিনার্সদের এই পছন্দের তারকা। প্রেমিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে নতুন জীবনের পথে পা বাড়ালেন বিশাল কাইথ। গত শুক্রবার হিমাচল প্রদেশে নিজের বাড়িতেই মনিকার সঙ্গে বিবাহ সেড়ে ফেললেন তিনি। সমস্ত রকমের স্থানীয় রীতিনীতি মেনেই হল সব অনুষ্ঠান। এই সমস্ত কিছুর সাক্ষী ছিলেন তার সতীর্থ ফুটবলার মনবীর সিং। গতকাল বিশালের বিয়ে চুটিয়ে উপভোগ করলেন বাগানের এই তারকা ফুটবলার। বিশালের এই বিয়ের ছবি সামনে আসতেই তা সহজেই মন জিতে নেয় সবুজ-মেরুন সমর্থকদের।
A super happy married life to Vishal Kaith! 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/Y85vQ1f3Ko
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 24, 2023
আগত ফুটবল মরশুমের জন্য মোহনবাগানের অনুশীলন শুরু হতে এখনো বেশকিছুটা সময় বাকি। তাই এই ফাঁকে নিজের বিবাহ সম্পন্ন করলেন এই তারকা গোলরক্ষক। জানা গিয়েছে, বিয়ের সমস্ত কার্য সম্পন্ন হওয়ার পর কিছুদিন নিজের বাড়িতে সময় কাটানোর পর সবুজ-মেরুনের অনুশীলনে যোগ দেবেন এই নয়া তারকা।