East Bengal: মশালবাহিনীর আইএসএল স্কোয়াডে হ্যাটট্রিক করা ফরোয়ার্ড

Vishnu PV

ইন্ডিয়ান সুপার লীগের (Indian Super League) দ্বিতীয় ম্যাচে নামার আগে নিজেদের স্কোয়াড ডেপথ আরও বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল (East Bengal)। লাল হলুদের আইএসএল স্কোয়াডে যুক্ত হয়েছেন সদ্য হ্যাটট্রিক করা ফরোয়ার্ড। অন্য দিকে কলকাতায় চলে এসেছেন ক্লাবের নতুন বিদেশি ফুটবলার।

জামশেদপুর এফসির বিরুদ্ধে পয়েন্ট হারিয়েছে ইস্টবেঙ্গল। গোল করার একাধিক সুযোগ হাতছাড়া করে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দলকে। যদিও তাতে কোচ কার্লেস কুয়াদ্রত অখুশি নন।গোলের একাধিক সুযোগ তৈরি হওয়ায় তিনি সন্তুষ্ট। তবে এটাও বলেছেন যে গোলের কনভার্সন রেট বাড়ানো জরুরি।

   

জামশেদপুর এফসির বিরুদ্ধে দলের স্ট্রাইকার সিভেরিও একাধিক গোল মিস করেছিলেন। ক্লেইটন সিলভা ফর্মে নেই। এই পরিস্থিতিতে একজন ভারতীয় স্ট্রাইকারের অভাব প্রকট হয়েছিল ইস্টবেঙ্গলের স্কোয়াডে। সেই অভাব মেটানোর জন্য পদক্ষেপ নিয়েছে ক্লাব। আইএসএল স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে বিষ্ণু পিভির নাম।
বিষ্ণু কলকাতা ফুটবল লীগে বেশ নজর কেড়েছেন। সদ্য হ্যাটট্রিক করেছেন তিনি। সিএফএল-এ খিদিরপুরের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন দক্ষিণ ভারতীয় এই স্ট্রাইকার। এই ম্যাচে ইস্টবেঙ্গল জিতেছিল ১০-১ গোলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন