Malda: শিক্ষকের দাবি ৮ লাখ টাকা ঘুষ নিয়েও তৃণমূল নেতা দেয়নি রেশন ডিলারশিপ

রেশনের ডিলারশিপ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা। কাঠগড়ায় মালদার তৃণমূল নেতা স্বপন মিশ্র। ডিলারশিপের নামে টাকা নেওয়ার অভিযোগ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই টাকা নেওয়ার…

tmc

রেশনের ডিলারশিপ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা। কাঠগড়ায় মালদার তৃণমূল নেতা স্বপন মিশ্র। ডিলারশিপের নামে টাকা নেওয়ার অভিযোগ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই টাকা নেওয়ার ছবি। তৃণমূল নেতার ফাঁদে পা দিয়ে দুই দফার আট লক্ষ টাকা দেন রতুয়ার প্রাক্তন শিক্ষক। মালদা সরগরম।

শিক্ষা, চাকরি সব ক্ষেত্রে প্রতারণা যেন অব্যাহত। তবে এবার উঠে আসল এক নতুন চাঞ্চল্যকর ঘটনা। যেখানে নজরে আসছে তৃণমূল নেতা তার জালে ফাঁসিয়ে প্রাক্তন শিক্ষিকার কাছ থেকে ডিলারশিপের নামে আত্মসাৎ করেছেন ৮ লক্ষ টাকা। যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক জল্পনা তুঙ্গে।

অভিযোগকারী অনিতা সরকার জানিয়েছেন, ‘ আমি ছেলের ডিলারশিপের জন্য ৮ লক্ষ টাকা দিয়েছিলাম। কিন্তু উনি আমার ডিলারশিপ করে দেননি। রোজ রোজ দেবো করে ডেট দিচ্ছে। তাই আমি অবশেষে কোর্টের সাহায্য নিয়েছি’। এ বিষয়ে জেলা তৃণমূল সহ সভাপতি বাবলা সরকার জানিয়েছেন, ‘ একদা কংগ্রেসের বড় লিডার ছিলেন। হঠাৎ করে তৃণমূলে ঢুকেছে। কংগ্রেসে থাকতেই দুর্নীতি করতো। এরপর তৃণমূল থেকে একটি বড় পোস্ট পেয়েছিলেন। এখন প্রকাশ পাচ্ছে মানুষকে ভুল বুঝিয়ে অনেক টাকা-পয়সা ও সম্পত্তি নিয়েছে’।

সিপিআইএমের কটাক্ষ, টিএমসি আর বিজেপি মিলে জনতাকে লুঠ করছে। অন্যদিকে বিজেপি নেতা অল্মান ভাদুড়ি জানিয়েছেন, ‘ তৃণমূল দলটা মাথা থেকে নীচ পর্যন্ত সম্পূর্ণ দুর্নীতিতে পচে গিয়েছে। এরা সরকারে আসার পর থেকে রেশনের ডিলারশিপ থেকে শুরু করে, চাকরি বিক্রি, পুকুর ভরা সমস্ত বিষয়ের টাকা ছাড়া ওদের কোনও কাজ হয় না’।