বর্তমানে নতুন মরশুমের জন্য ঘর গোছানো কাজ অনেকটাই সেরে ফেলেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। সময় এগোনোর সাথে সাথে দল বদলের বাজারে যথেষ্ট প্রভাব ফেলছে ইমামি ম্যানেজমেন্ট। কিছুদিন আগেই তারা চূড়ান্ত করেছে গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্টাকোসকে। একটা সময় এই ফুটবলারকে নেওয়ার জন্য আইএসএল জয়ী ক্লাব মুম্বাই সিটি এফসি সক্রিয়তা দেখালেও তা বেশিদিন স্থায়ী হয়নি। সময় এগোনোর সাথে সাথেই এই ফুটবলারকে চূড়ান্ত করেছে এবারের সুপার কাপ জয়ীরা। এছাড়াও কয়েকজন বিদেশি ফুটবলারদের দিকেও নজর রয়েছে ম্যানেজমেন্টের।
পাশাপাশি একাধিক ভারতীয় ফুটবলারদের দিকে নজর রয়েছে ম্যানেজমেন্টের। পূর্বে ডেভিড লালাসাঙ্গার পাশাপাশি আরও বেশকিছু তরুণ প্রতিভাকে চূড়ান্ত করেছে ইস্টবেঙ্গল। সব ঠিকঠাক থাকলে দুই সাজিকে ও খেলতে দেখা যেতে পারে মশাল ব্রিগেডে। কিন্তু সেখানেই শেষ নয়। নিজেদের প্রথম একাদশের পাশাপাশি রিজার্ভ বেঞ্চের ও শক্তি বাড়ানোর লক্ষ্য রয়েছে তাদের। সেইমতো এবার তাদের নজর গিয়ে পড়েছে এক গোয়ান ডিফেন্ডারের দিকে। তিনি সেভিয়ার গামা। উল্লেখ্য, এবারের ইন্ডিয়ান সুপার লিগে খুব একটা গেম টাইম পাননি এই লেফটব্যাক।
মূলত জয় গুপ্তার অধিক সক্রিয়তার ফলে অধিকাংশ সময় রিজার্ভ বেঞ্চেই থাকতে হয়েছে এই ফুটবলারকে। সেজন্য নতুন ফুটবল মরশুমে দল ছাড়ার ভাবনা ছিল অনেক আগে থেকেই। বর্তমানে তার দিকে নজর রয়েছে ইমামি ম্যানেজমেন্টের। যতদূর জানা গিয়েছে, এই ফুটবলারের সঙ্গে কথাবার্তা নাকি অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে লগ্নিকারী সংস্থা। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এই ডিফেন্ডার। তিনি আসলে নিঃসন্দেহে শক্তি বাড়বে ইস্টবেঙ্গলের।