সুপার কাপে নিজেকে প্রমাণ করার সুযোগ গ্লেন মার্টিন্সের

সপ্তাহ কয়েক আগেই ইয়ুথ ডেভেলপমেন্ট লিগ জয় করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants)। যারফলে বাংলার প্রথম দল হিসেবে এই খেতাব অর্জন করেছে মোহনবাগান।…

Glan Martins

সপ্তাহ কয়েক আগেই ইয়ুথ ডেভেলপমেন্ট লিগ জয় করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants)। যারফলে বাংলার প্রথম দল হিসেবে এই খেতাব অর্জন করেছে মোহনবাগান। এক কথায় যা বিরাট বড় পাওনা সকলের কাছে। এবার এই ছন্দ বজায় রেখেই কলিঙ্গ সুপার কাপে সাফল্য পেতে মরিয়া ফুটবলাররা। সেইমতো গত কয়েকদিন আগে থেকেই গোটা দল নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছিলেন বাগান কোচ বাস্তব রায়। তবে এক্ষেত্রে সিনিয়র দলের বদলে মূলত জুনিয়র ফুটবলারদের নিয়েই টুর্নামেন্টে লড়াই করছে সবুজ-মেরুন শিবির।

Also Read | বাগানের এই ডিফেন্ডারকে নিয়ে আগ্ৰহী বেঙ্গালুরু এফসি

   

যারফলে কিছুটা হলেও চিন্তায় থাকছেন বাগান সমর্থকরা। খেলানোর কথা ভাবছে ম্যানেজমেন্ট। তবে প্রয়োজন অনুসারে বা পরিস্থিতি বুঝে সিনিয়র দলের বেশ কিছু ভারতীয় ফুটবলারকে মাঠে নামানোর কথা ভাবতে পারেন এই ভারতীয় কোচ। হিসাব অনুযায়ী দেখলে গত ২০ শে এপ্রিল মোহনবাগানের ম্যাচ থাকলেও সেই ম্যাচে বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে মেরিনার্সরা। যার নিঃসন্দেহে অ্যাডভান্টেজ দেবে দলকে। হাতের মাত্র একটা দিন তারপরেই ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবে বাগান ব্রিগেড।

Also Read | বাগানের এই ডিফেন্ডারকে নিয়ে আগ্ৰহী বেঙ্গালুরু এফসি

তাঁর আগে শহরের বুকে শেষ মুহূর্তের অনুশীলন চালিয়ে নিজের সমস্ত পরিকল্পনা সাজিয়ে নিতে চাইছেন বাস্তব রায়। কিন্তু এই অনুশীলনেই চোটের কবলে পড়তে হয় দলের তারকা ফুটবলার দীপক টাংড়িকে। সাময়িক শুশ্রুষার পর তিনি আবার মাঠে ফিরে আসলেও দলের সঙ্গে স্বমহিমায় অনুশীলন করতে দেখা যায়নি এই তারকাকে। যা কিছুটা হলেও চিন্তায় রাখছে সকলকে। আসন্ন কেরালা ম্যাচে আদৌ তিনি খেলবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়। অপরদিকে এবারের এই ফুটবল টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করার লক্ষ্য থাকবে গ্লেন মার্টিন্সের।

বলাবাহুল্য, জোসে মোলিনার দায়িত্ব গ্রহণের পর সেভাবে নজর কাড়তে পারেনি এই গোয়ান ফুটবলার। এমনকি রিজার্ভ দলের কোচ বাস্তব রায়ের ও প্রথম একাদশে খুব একটা থাকেননি তিনি। কিন্তু এবার সুপার কাপের মতো সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ এই তারকার কাছে।

Advertisements