সম্ভবত ইস্টবেঙ্গলে নাম লেখাচ্ছেন জার্মান মিডফ্লিডার খেদিরা

German midfielder Rani Khedira

সবকিছু ঠিকঠাক থাকলে ইস্টবেঙ্গল এফসির ব্রাজিলিয়ান মিডফ্লিডার অ্যালেক্স লিমার বদলি হিসেবে স্কোয়াডে আসতে চলেছে জার্মান ডিফেন্সিভ মিডফ্লিডার রানি খেদিরা (Rani Khedira)।

জানুয়ারিতে ফিফা উইন্ডো খুলছে। দলের ভোল পাল্টাতে চাইছে ইস্টবেঙ্গল এফসি। লিমার ইনজুরি সঙ্গে পারফরম্যান্সের সন্তুষ্ট নয় ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। ইন্ডিয়ান সুপার লিগের টেবলে ওপরে উঠতে গেলে খোলনলচে পরিবর্তনের প্রয়োজনীয়তা থেকে ২৮ বছরের খেদিরাকে পেতে উঠেপড়ে লেগেছে ইস্টবেঙ্গল।

   

জার্মান এই মিডিও বুন্দেসলিগার ক্লাব দল ইউনিয়ন বার্লিনের হয়ে খেলে।দলের সঙ্গে চুক্তি রয়েছে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত। ডিফেন্সিভ মিডফ্লিডে খেলার পাশাপাশি সেন্ট্রাল মিডফ্লিড এবং সেন্টার ব্যাক পজিশনে বেশ স্বাচ্ছন্দ্য খেদিরা।

স্ট্রুটগার্টে জন্মানো ডান পায়ের ফুটবলার খেদিরা জার্মানির অনূর্ধ্ব -২১ দলের সদস্য ছিলেন।বুন্দেসলিগায় ২০২২-২৩ ফুটবল সেশনে ইউনিয়ন বার্লিনের হয়ে ১৪ ম্যাচ খেলা খেদিরা দলের প্রথম একাদশের নিয়মিত সদস্য এবং পুরো ৯০ মিনিট মাঠে থাকার ফুটবলার। রানী খেদিরার বাবা টিউনিসিয়ার এবং মা জার্মান হওয়াতে দুই দেশের নাগরিকত্ব রয়েছে এই ফুটবলারের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন