Bengaluru FC: বেঙ্গালুরুর হেড কোচ হওয়ার দৌড়ে কুয়াদ্রতের প্রাক্তন সহকারী!

চলতি মরসুমে পাওয়া যাচ্ছে না পরিচিত বেঙ্গালুরু এফসিকে (Bengaluru FC)। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ধরাশায়ী হওয়ার পর বদলের কথা জানিয়েছেন বেঙ্গালুরু এফসির কর্ণধার পার্থ জিন্দল।…

Gerard Zaragoza, Former Assistant to Carles Cuadrat

চলতি মরসুমে পাওয়া যাচ্ছে না পরিচিত বেঙ্গালুরু এফসিকে (Bengaluru FC)। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ধরাশায়ী হওয়ার পর বদলের কথা জানিয়েছেন বেঙ্গালুরু এফসির কর্ণধার পার্থ জিন্দল। এরপর থেকেই গুঞ্জন, দ্রুত কোচ বদল করার সিদ্ধান্ত নিতে চলেছে ক্লাব। ফুটবল প্রেমীদের মধ্যে জোরালো গুঞ্জন, কোচ বদল করতে চলেছে বেঙ্গালুরু এফসি। এ ব্যাপারে দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। দলের বর্তমান কোচ সিমেন গ্রেসনের জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হতে পারে সে ব্যাপারে চলছে আলোচনা। ভাসছে একাধিক নাম। যার মধ্যে অন্যতম জেরার্ড জারাগোজা।

আরও পড়ুন: Mumbai City FC: মুম্বই সিটির দায়িত্ব পেয়েই চ্যালেঞ্জ নিলেন নয়া কোচ ক্র্যাটকি 

জেরার্ড জারাগোজা আগেও ভারতে কাজ করেছেন। Carles Cuadrat-এর সময়কালে সহকারী কোচের ভূমিকায় বেঙ্গালুরু এফসির দায়িত্বে ছিলেন জেরার্ড জারাগোজা। সোশ্যাল মিডিয়ায় জোরালো দাবি, তাকে এবার হেড কোচ করে নিয়ে আসতে পারে বেঙ্গালুরু এফসি। ২০১৮-১৯ মরসুমে ভারতে ছিলেন তিনি। তারপর একাধিক ক্লাবের হয়ে কোচিং করিয়েছেন ৪১ বছর বয়সী এই স্প্যানিশ কোচ।

শুক্রবার ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে মাঠে নেমেছিল বেঙ্গালুরু এফসি। ম্যাচের শুরু থেকে আধিপত্য রেখে খেলেছে মুম্বই সিটি, ম্যাচ জিতেছে ৪-০ ব্যবধানে। চলতি নরসুমে খুব একটা সুবিধাজনক জায়গায় নেই বেঙ্গালুরু এফসি। নয় ম্যাচ পর আইএসএল ক্রম তালিকার নবম স্থানে রয়েছে দল। এখনও পর্যন্ত একটি মাত্র ম্যাচ থেকে এসেছে পুরো পয়েন্ট।

আরও পড়ুন: Harmanpreet kaur: টি-টোয়েন্টি সিরিজ হারার পর ‘বিস্ফোরক’ ভারতীয় অধিনায়ক 

ম্যাচের এই ফলাফলের পর নিজের মতামত প্রকাশ করেছেন বেঙ্গালুরু এফসির কর্ণধার পার্থ জিন্দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন, ‘এটা বেঙ্গালুরু এফসি নয়। বদল খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আমরা আগে যেখানে ছিলাম আবার সেখানে ফিরে যেতে হবে। আমি খুবই দুঃখিত, বিচলিত করার মতো বিষয়, ভাবনার বাইরে। এই স্কোয়াড নিয়ে এই খেলা, এটা বেঙ্গালুরু এফসি নয়।’