Gautam Gambhir: মেসি-রোনালদো না, গম্ভীরের ফেভারিট ফুটবলার মার্কাস রাশফোর্ড

Gautam Gambhir Reveals Marcus Rashford

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটসম্যান গৌতম গম্ভীর (Gautam Gambhir) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রিকেট দুনিয়ায় তাকে নিয়ে আলোচনা সব সময়ই থাকে। প্রতিদিনই নানা বিতর্কের সঙ্গে জড়িয়ে পড়ছে তার নাম। এবার আবারও আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি একটি অনলাইন আলোচনায় বেশ কিছু বক্তব্য নিয়ে আলোচনা করছিলেন তিনি।

Advertisements

এর আগে লিজেন্ডস লিগে শ্রীসন্থের সঙ্গে বিরোধের কারণেও শিরোনামে ছিল তার নাম। এবার নতুন কারণে ট্রলারদের টার্গেটে এসেছেন তিনি। গৌতম গম্ভীর আসলে একটি প্ল্যাটফর্মের সাথে লাইভ সেশনে যুক্ত ছিলেন। এ সময় তাকে ফুটবল বিশ্বের দুটি বড় নাম সম্পর্কে জিজ্ঞেস করা হয়। র ্যাপিড ফায়ার স্টাইলে তাকে দুটি নাম জিজ্ঞেস করা হয়েছিল রোনালদো বা মেসি?

আরও পড়ুন: Rahul Dravid: দক্ষিণ আফ্রিকা সফরে সমস্যায় দ্রাবিড়, নিতে হবে চরম সিদ্ধান্ত!

জবাবে গৌতম গম্ভীর এমন কিছু বলেন যা নিয়ে তিনি ট্রলারদের টার্গেটে চলে এসেছেন। এই প্রশ্নের উত্তরে তিনি এই দুজনের কারো নাম উল্লেখ করেননি। বরং তিনি নাম দিয়েছেন ইংল্যান্ডের ফুটবলার মার্কাস রাশফোর্ড এর।

গৌতম গম্ভীর প্রায়শই সম্পূর্ণ ভিন্ন মতামতের জন্য দেওয়া বিবৃতির কারণে খবরের শিরোনামে থাকেন। এবারেও তার বক্তব্যও ছিল সম্পূর্ণ ভিন্ন, যা সম্ভবত রোনালদো ও মেসির ফুটবল ভক্তদের পছন্দ হয়নি। তার এই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে শুরু করেন। ফুটবল ট্রলারস নামে একটি এক্স হ্যান্ডেলে স্পষ্টভাবে লেখা ছিল যে কিছু লোকের মতামত থাকাই উচিত নয়। কেউ কেউ এটিকে কোহলি এবং ধোনির সাথেও যুক্ত করতে শুরু করেছিলেন। কারণ প্রায়ই এমন গুজব ছড়ায় যে গম্ভীর এই দুই খেলোয়াড়ের বিপক্ষে। তবে গম্ভীর এমন কথা আগেও অস্বীকার করেছেন। সম্প্রতি কোহলির সঙ্গে কোনও বিরোধের খবরও অস্বীকার করেছেন।