J&K Poll: ৩৭০ ধারা বাতিলে সায় দিয়েই জম্মু-কাশ্মীরে নির্বাচনের নির্দেশ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট সোমবার কেন্দ্রকে জম্মু ও কাশ্মীরে ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সালের মধ্যে নির্বাচন করতে বলেছে।৩৭০ ধারা বাতিল বৈধ ঘোষণার পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান,…

সুপ্রিম কোর্ট সোমবার কেন্দ্রকে জম্মু ও কাশ্মীরে ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সালের মধ্যে নির্বাচন করতে বলেছে।৩৭০ ধারা বাতিল বৈধ ঘোষণার পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, “আমরা নির্দেশ দিচ্ছি যে ভারতের নির্বাচন কমিশন 30 সেপ্টেম্বরের মধ্যে J&K বিধানসভার নির্বাচন পরিচালনা করার জন্য পদক্ষেপ নেবে। রাজ্যের পুনরুদ্ধার যত তাড়াতাড়ি সম্ভব হবে”।

রায়ে ‘কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ বৈধ’ বলেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জম্মু ও কাশ্মীর থেকে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করার সিদ্ধান্তের বৈধতা বহাল রেখেছে। প্রধান বিচারপতি বলেছেন, “আমরা জম্মু ও কাশ্মীর থেকে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করার সিদ্ধান্তের বৈধতা বজায় রাখি”

   

সংবিধানের 370 অনুচ্ছেদের বিধান বাতিলকে চ্যালেঞ্জ করে পিটিশনের উপর সুপ্রিম কোর্টের রায় পরিস্থিতি অগ্নিগর্ভ করে দিতে পারে এমনই আশঙ্কা। সোমবার কাশ্মীর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছেন। একাধিক কাশ্মীরী নেতা গৃহবন্দী। শ্রীগরে কড়া নিরাপত্তা।

2019 সালের 5 আগস্ট কেন্দ্রীয় সরকার 370 অনুচ্ছেদের অধীনে প্রদত্ত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেন। এই অঞ্চলটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে। এর প্রতিবাদে বারবার গরম হয়েছে ঝিলম নদীর উপত্যকা। এবার নির্বাচন ঘোষণা হওয়া ও বিশেষ মর্যাদা বাতিলের পক্ষে সুপ্রিম কোর্টের রায়ে তুষারে ঢেকে থাকা কাশ্মীরে রাজনৈতিক গরম হাওয়ার ঝড় শুরু হলো।