‘I Kill U’! গৌতম গম্ভীরকে হুমকি, পুলিশের দ্বারস্থ টিম ইন্ডিয়ার হেড কোচ

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর ফের প্রাণনাশের হুমকি৷ ‘ISIS Kashmir’-এর নাম করে পাঠানো একটি ইমেলে লেখা রয়েছে-“I Kill U”। ইমেল হাতে পাওয়ার…

jeet win

gautam gambhir Death Threat

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর ফের প্রাণনাশের হুমকি৷ ‘ISIS Kashmir’-এর নাম করে পাঠানো একটি ইমেলে লেখা রয়েছে-“I Kill U”। ইমেল হাতে পাওয়ার পর আর সময় নষ্ট না করে সোজা দিল্লি পুলিশের দ্বারস্থ হন গম্ভীর।

এক দিনে দু’টি হুমকি-বার্তা!

সূত্রের খবর, ২২ এপ্রিল (সোমবার) দুপুর ও সন্ধ্যায় পরপর দুটি ইমেল পান গম্ভীর। দু’টিতেই ছিল একই বার্তা: “I Kill U”। এর পরই রাজিন্দর নগর থানায় অভিযোগ জানান তিনি। FIR-এর আবেদনও করেন, সঙ্গে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান ভারতের প্রাক্তন এই ক্রিকেটার। 

   

আগেও হুমকির মুখে পড়েছেন গম্ভীর gautam gambhir Death Threat

উল্লেখ্য, এর আগেও হুমকির মুখে পড়েছেন গম্ভীর৷ ২০২১ সালে ঠিক এমনই হুমকি পেয়েছিলেন বিশ্বকাপজয়ী দলের এই তারকা ক্রিকেটার। তখন তিনি ছিলেন লোকসভার সদস্য। এবার তিনি জাতীয় দলের কোচ৷ তবে দু’বারই হুমকির ধরন অনেকটা একই রকম বলে জানা যাচ্ছে।

পহেলগাঁও হামলা নিয়ে মন্তব্যের পরই হুমকি?

হুমকির আগের দিনই, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার তীব্র প্রতিবাদ করেন গম্ভীর। এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার)-এ লেখেন— “যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের জন্য প্রার্থনা। যারা এই ঘটনার জন্য দায়ী, তারা শাস্তি পাবেই। ভারত প্রত্যাঘাত করবেই।”

ভয়াবহ হামলা, ২৬ পর্যটকের মৃত্যু

কাশ্মীরের পহেলগাঁওয়ের বৌসরাণ উপত্যকায় মঙ্গলবার জঙ্গিদের গুলিতে প্রাণ হারান ২৬ জন নিরীহ পর্যটক। ২০১৯ সালের পুলওয়ামার পর এটিই সবচেয়ে মর্মান্তিক হামলা বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

Advertisements
তদন্তে নেমেছে সাইবার শাখা

গম্ভীরের অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশের সাইবার সেল তদন্ত শুরু করেছে। ইমেলের উৎস ও সম্ভাব্য প্রেরককে শনাক্ত করতে চলছে প্রযুক্তিগত বিশ্লেষণ। নিরাপত্তা বাড়ানো হয়েছে গম্ভীর ও তাঁর পরিবারের৷ 

গম্ভীরকে হুমকি নতুন কিছু না হলেও, দেশের জাতীয় দলের দায়িত্বে থাকা একজন ব্যক্তির কাছে এ ধরনের বার্তা নিঃসন্দেহে উদ্বেগজনক। প্রশাসনও তাই সময় নষ্ট না করে তৎপর হয়েছে।

 

Sports News: Gautam Gambhir receives death threats from ‘ISIS Kashmir’. Two threatening emails received. Delhi police complaint filed. Security concerns raised.