ফাইনাল ম্যাচ এখনও বাকি। তার আগেই ময়দানে শুরু হয়েছে দল বদলের জল্পনা। জল্পনা থেকে বাদ যাচ্ছেন না নামীদামী ফুটবলাররা। মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের আর্মান্দো সাদিকু ও জেসন কামিন্সকে (Jason Cummings and Armando Sadiku) নিয়েও আলোচনা করছেন ফুটবল প্রেমীরা।
বাংলার ফুটবল প্রেমীদের মধ্যে একাংশের মধ্যে প্রশ্ন, আগামী মরসুমে মোহনবাগানে থাকবেন তো জেসন-সাদিকু? এই প্রশ্ন ওঠার পিছনে কারণ রয়েছে। দুই ফুটবলারের পারফরম্যান্স। যে প্রত্যাশা নিয়ে তাঁদের সই করানো হয়েছিল সেই প্রত্যাশা দুইজনের কেউ কি পূরণ করতে পেরেছেন?
সেমিফাইনালের প্রথম লেগে লাল কার্ড দেখে ম্যাথ ছেড়েছিলেন আর্মান্দো সাদিকু। সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলতে পারেননি, ফাইনালেও খেলতে পারবেন না। গোটা মরসুম জুড়ে সাদিকুকে সেই অর্থে আত্মবিশ্বাসী মনে হয়নি। গোল করে কিছু ম্যাচ জিতিয়েছেন। ২২ ম্যাচে ৮ গোল করেছেন তিনি।
হুয়ান ফেরান্দোর পর লোপেজ হাবাসও সাদিকুর ওপর আস্থা রেখেছিলেন। প্রথম একাদশে জেসন কামিন্স ও সাদিকুকে ব্যবহার করেছেন ঘুরিয়েফিরিয়ে। সমালোচিত হলেও কামিন্স গোল করেছেন। এখন রয়েছেন চলতি ইন্ডিয়ান সুপার লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে। সাদিকু আর নিজের ফর্মে ফিরতে পারেননি।
ময়দানে জল্পনা , নতুন মরসুমে আর্মান্দো সাদিকুকে আর হয়তো রাখবে না মোহনবাগান সুপার জায়ান্ট। জেসনকে রাখা হবে কি না সে ব্যাপারেও কেউ কেউ প্রশ্ন তুলেছেন। তবে ফুটবল মহলের একাংশের অনুমান, সাদিকু যদি না-ও থাকেন, তাহলেও জেসন কামিন্স রেখেই হয়তো দল গোছাবেন সবুজ মেরুন ক্লাবের কর্তারা।