পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে নিয়োগ হতে চলেছে ১ লক্ষ কর্মী, রইল আবেদন পদ্ধতি

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারা যাবে এই সকল পোস্টে। কর্মী নিয়োগ হবে পোস্ট অফিসের গ্রুপ-ডি লেভেলের পদে তথা পোস্টম্যান, মেইলগার্ড…

Post Office kisan Vikas Patra

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারা যাবে এই সকল পোস্টে। কর্মী নিয়োগ হবে পোস্ট অফিসের গ্রুপ-ডি লেভেলের পদে তথা পোস্টম্যান, মেইলগার্ড ও এমটিএস পদে।
যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

পদের নাম
Postman, Mailguard, MTS

   

মোট শূন্যপদ
৯৮,০৮৩ টি। (Postman- ৫৯,০৯৯ টি, Mailguard- ১৪৪৫ টি, MTS- ৩৭,৫৩৯ টি।)

পশ্চিমবঙ্গের শূন্যপদ
৯১৩০ টি। (Postman- ৫২৩১ টি, Mailguard- ১৫৫ টি, MTS- ৩৭৪৪ টি।)

শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন জানানোর জন্য প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক অথবা সমতুল্য যেকোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে।

মাসিক বেতন
কেন্দ্র সরকারি বেতন কমিশন অনুযায়ী এখানে চাকরিপ্রার্থীদের বেতন মাসিক ২৫,৫০০ টাকা থেকে শুরু হবে।

বয়সসীমা
আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের নূন্যতম বয়স ১৮ বছর হবে। সর্বোচ্চ বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়োগের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে আবেদনকারীদের। প্রথমে সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে চাকরিপ্রার্থীদের লগইন করে মূল আবেদনপত্রটি ফিলাপ করতে হবে। প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি ফিলাপ করার পরে আবেদনকারীর ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র ইত্যাদি নথিপত্রগুলি আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে আবেদনপত্র সাবমিট করতে হবে।

নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। ইন্টারভিউ প্রক্রিয়া শেষে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশিত হবে।

আবেদনের শেষ তারিখ
এই নিয়োগের আবেদন গ্রহণ প্রক্রিয়া এখনো শুরু হয়নি, খুব শীঘ্রই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। বিস্তারিত তথ্যের জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত নজর রাখতে হবে চাকরিপ্রার্থীদের।