Romain Philippoteaux: ফরাসি মিডফিল্ডারকে দলে নিল নর্থইস্ট ইউনাইটেড

romain philippoteaux

অভিজ্ঞ ফরাসি মিডফিল্ডার Romain Philippoteaux ২ বছরের চুক্তি’তে NorthEast United FC’তে যোগদান করলেন।এর আগে এই ৩৪ বছর বয়সী ফুটবলার ফরাসি লীগের দ্বিতীয় ডিভিশনের ক্লাব Dijon FCO’তে খেলেছিলেন।

একেবারে শেষ মুহূর্তে তাকে দলে তুলে নিয়ে দারুণ চমক দিয়েছে হাইল‍্যান্ডার’রা, তা বলতেই হচ্ছে।ফরাসি লিগের প্রথম ডিভিশনে খেলেছিলেন এই ফুটবলার।দীর্ঘ ১০ মরশুম মাঝমাঠ’টা জুড়ে খেলতে দেখা গেছে তাকে।

   

২০১৩ সালে Dijon – এ যোগদান করেন Romain।সেখানে ৩ মরশুম খেলার পর ২০১৫ সালে Lorient – এ যোগদান করেন এই ফুটবলার, সেখানে ৭৬ ম‍্যাচ খেলে ৪ গোল করেন।

২০১৭ সালে Auxerre তে যোগ দেন।সেই বার লিগ ২ তে দারুণ পারফরম্যান্স দিয়েছিলেন ১১ টা গোল করার পাশাপাশি ৪ টি গোল করিয়েছিলেন।এরপর নিমস, ব্রেস্টের মতো ক্লাবে খেলে পুনরায় ডিঁনে ফেরেন।

কেরিয়ারের অধিকাংশ সময় দুটো উই‌‌ংয়েই সমান কার্যকর ফুটবল খেলেছিলেন এই ফুটবলার।ডিফেন্স চেড়া পাস বাড়াতে দারুণ সিদ্ধহস্ত তিনি।নর্থইস্টের কোচ মার্কো বুলবুল তাকে কেমন ভাবে ব‍্যবহার করে , এখন সেটাই দেখার বিষয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন