মরসুমের মাঝপথে ভারতীয় ক্লাবকে বিদায় জানালেন আরও এক কোচ

francesc bonet

ভারতীয় ফুটবল ক্লাব থেকে ফের কোচ বিদায়। মরসুমের মাঝপথে কোচের সঙ্গে শেষ করমর্দন করল ভারতীয় ক্লাব। কিছু দিন আগে ইন্ডিয়ান সুপার লীগের মুম্বই সিটি এফসির কোচ দেস বাকিংহ্যাম ক্লাবকে বিদায় জানিয়েছিলেন। এবার আরও একজন।

Advertisements

শনিবার বিকালে পাওয়া খবর অনুযায়ী, আই লীগের ক্লাব নামধারী এফসি বিদায় জানিয়েছেন তাদের প্রধান কোচকে। স্পেনের ফ্রান্সিস বোনের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ক্লাবের। দুই পক্ষের সমঝোতার পর এই বিচ্ছেদ হয়েছে বলে জানা গিয়েছে। চলতি আই লীগে ক্লাবের পাঁচ ম্যাচের পর বিদায় জানানো হল কোচকে।

আগামীকাল দুপুর ২ টো থেকে নামধারী এফসির ম্যাচ রয়েছে। প্রতিপক্ষ শ্রীনিডি ডেকান। ম্যাচের আগের দিন কোচ বিদায়ের খবর প্রকাশ্যে এসেছে। মরসুমের শুরু থেকে নামধারী এফসি প্রত্যাশা মতো খেলতে পারেনি। লীগ ক্রম তালিকার নিচের দিকে রয়েছে দল। ১৩ দলের টুর্নামেন্টে নামধারী এফসি রয়েছে এগারো নম্বর স্থানে।

Advertisements

মরসুমের প্রথম ম্যাচে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে গোল শূন্য ভাবে ড্র করে আই লীগ অভিযান শুরু করেছিল নামধারী এফসি। জিতেছে একটি মাত্র ম্যাচে, রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছিল দল। এছাড়া ইন্টার কাশি, নেরোকা, আইজল এফসির বিরুদ্ধে পরাজিত হয়েছে দল। আইজল এফসির বিরুদ্ধে নামধারী হেরেছিল ০-৩ ব্যবধানে।