CEO of Bengaluru FC: বেঙ্গালুরু এফসির সিইওর পদে এলেন প্রাক্তন তারকা ফুটবলার

Bengaluru FC

ইন্ডিয়ান সুপার লিগের অন‍্যতম সফল দল গুলোর মধ্যে একটি বেঙ্গালুরু এফসি। তবে শেষ কয়েক মরশুম সেই পুরনো বেঙ্গালুরু এফসিকে (Bengaluru FC) দেখা যাচ্ছে না। এর পিছনে অন‍্যতম দায়ী দলের খারাপ পরিকাঠামো।

একটা দলের ভালো বলুন বা খারাপ ফলাফল, দুই ক্ষেত্রে নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম‍্যানেজমেন্ট। তাই আগামী মরশুম বেঙ্গালুরু এফসি ফের তাদের হারিয়ে ফেলা ছন্দ ফিরে পেতে তাদের গোটা ম‍্যানেজমেন্ট টাকেই বদলে ফেলতে চলেছে।

   

ইতিমধ্যে দলের সিইও মন্দর থামানে কে সরিয়ে দিয়েছে বেঙ্গালুরু।থামানের পরিবর্তে ইন্ডিয়ান সুপার লিগের অন‍্যতম পরিচিত একজন মুখ কে দলের সিইও পদে নিযুক্ত করলো বেঙ্গালুরু এফসি। এটিকে, কেরালা ব্লাস্টার্স সহ একাধিক ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবে খেলা সেন্ট্রাল মিডফিল্ডারের ফুটবলার ডেরেন ক‍্যালপিয়াকে এই দায়িত্বে এনেছে বেঙ্গালুরু এফসি।

এর আগে ইন্ডিয়ান সুপার লিগে ফুটবল বিশেষজ্ঞ হিসেবেও দেখা গেছে তাকে। এই প্রাক্তন ফুটবলার কে বেঙ্গালুরু এফসি দল,তাদের চিফ এক্সিকিউটিভ অফিসারের পদে নিযুক্ত করেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন