Jibon Singh: নিরুদ্দেশ থাকা জঙ্গি নেতা জীবন সিংহ কি গ্রেফতার?

২০০৩-২০০৪ সালের ডিসেম্বর থেকে জানিয়ারির মধ্যে চলা সেই অভিযানের পর থেকে নিখোঁজ ছিল কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের প্রধান জীবন সিংহ (Jibon Singh) ওরফে তামির দাস। জানা যাচ্ছে এবার সে আত্মসমর্পণ করেছে

jiban sing

ভুটানের মাটিতে অপারেশন অল ক্লিয়ার অভিযান চালিয়েছিল প্রতিবেশি দেশটির সেনা। বন্ধু ভারতের জন্য সেদিন অস্ত্র হাতে তুলে নিয়েছিল ছোট্ট দেশটির সেনাবাহিনী। সেই অভিযানে গুঁড়িয়ে গেছিল অন্তত ছটি ভারত বিরোধী সশস্ত্র সংগঠনের ঘাঁটি। ২০০৩-২০০৪ সালের ডিসেম্বর থেকে জানিয়ারির মধ্যে চলা সেই অভিযানের পর থেকে নিখোঁজ ছিল কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের প্রধান জীবন সিংহ (Jibon Singh) ওরফে তামির দাস। জানা যাচ্ছে এবার সে আত্মসমর্পণ করেছে।

The Hindu জানাচ্ছে, মোস্ট ওয়ান্টেড জীবন সিংহ যে ধৃত সে বিষয়ে সরাসরি ইঙ্গিত না দিলেও অসম রাইফেলসের কমান্ডাররা জানান, শীর্ষ কেএলও নেতা আত্মসমর্পণ করেছে। তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে। সূত্রের খবর দিয়ে The Hindu আরও জানাচ্ছে, কেএলও এবং কেন্দ্র সরকারের মধ্যে শান্তি চুক্তি হতে পারে। সেক্ষেত্রে আত্মসমর্পণকারী কেএলও শীর্ষ নেতা জীবন সিংহ বলেই মনে করা হচ্ছে। কারণ, গত মাসখানেক ধরে জীবন সিংহ আত্মসমর্পণের বিষয়টি বারবার সংবাদে এসেছে।

অসম রাইফেলস জানাচ্ছে মায়ানমার থেকে নাগাল্যান্ডের মন জেলায় ঢুকে আত্মসমর্পণ করে শীর্ষ কেএলও নেতা। তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে। জঙ্গি নেতা জীবন সিংহ পশ্চিমবঙ্গের কামতাপুর পৃথক স্বশাসিত অঞ্চলের দাবিতে গত বাম জমানায় জলপাইগুড়ির ধূপগুড়িতে গণহত্যা চালিয়েছিল। তার নির্দেশে ৫ সিপিআইএম নেতাকে খুন করা হয়। এর পর থেকে বারবার তার নাগাল পেতে মরিয়া গোয়েন্দা বিভাগ। ধৃত একাধিক কেএলও নেতা তৃণমূল কংগ্রেসের আমলে আইনি প্রক্রিয়ায় ছাড়া পায়। গত বছর খানেক ধরে জীবন সিংহ বারবার পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিয়ে আসছে।

সম্প্রতি উত্তরবঙ্গ ভেঙে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের কথা বারবার উঠে আসে। একাধিক সংবাদসংস্থার দাবি, পৃথক উত্তরবঙ্গের প্রশাসক হিসেবে জীবন সিংহকে দায়িত্ব দেওয়া হতে পারে।