বাড়িতে ঢুকে স্ত্রী-সন্তানের সামনে প্রাক্তন ক্রিকেটারকে গুলি করে হত্যা

cricketer death

শ্রীলঙ্কা (Sri Lanka) থেকে উঠে এসেছে এক হৃদয়বিদারক খবর। যেখানে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি প্রাক্তন ক্রিকেটারের বাড়ির ভেতরে ঢুকে তাঁকে হত্যা করে। শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার ধাম্মিকা নিরোশানকে তাঁর সন্তান ও স্ত্রীর সামনে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত এক ব্যক্তি।

Advertisements

সচিনের থেকেও ভাল ব্যাটসম্যান হতে পারতেন কার্ল হুপার: লারা

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আম্বালানগোড়ায় তাঁর বাড়িতেই এই ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ধাম্মিকা নিরোশান তাঁর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাড়িতেই ছিলেন। তখন অজ্ঞাত এক ব্যক্তি গুলি চালালে ধম্মিকা নিরোশন নিহত হন। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। বর্তমানে পুলিশ মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে এবং কেন ধাম্মিকা নিরোশানকে হত্যা করা হল তা জানার চেষ্টা করছে।

Advertisements

2024 T20 ক্রিকেটে এই ভারতীয় অধিনায়ক করেছেন সবথেকে বেশি রান

ধাম্মিকা নিরোশান একজন ভাল বাঁহাতি ফাস্ট বোলার ছিলেন। তবে, তিনি কখনও শ্রীলঙ্কার সিনিয়র ক্রিকেট দলে খেলার সুযোগ পাননি। ধাম্মিকা নিরোশান প্রথম শ্রেণির ক্রিকেটে ১২ ম্যাচ খেলে ১৯ উইকেট নিয়েছিলেন। এছাড়া লিস্ট ‘এ’তে ৮ ম্যাচ খেলে এই ৮ ম্যাচে তাঁর নামে ছিল ৫ উইকেট।