Siliguri: গণ্ডার দত্তক নিলেন বাইচুং ভুটিয়া

এক নজিরবিহীন কাজ করে শিরোনামে উঠে এলেন প্রাক্তন জাতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া। এবার তিনি পশু দত্তক নিয়ে পশু সংরক্ষণের বার্তা দিয়েছেন। জানা গিয়েছে, শুক্রবার…

এক নজিরবিহীন কাজ করে শিরোনামে উঠে এলেন প্রাক্তন জাতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া। এবার তিনি পশু দত্তক নিয়ে পশু সংরক্ষণের বার্তা দিয়েছেন। জানা গিয়েছে, শুক্রবার শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের একটি গন্ডার দত্তক নেন এই ফুটবল তারকা।

সাফারি পার্ক সূত্রে খবর, প্রাক্তন অধিনায়ক এক লক্ষ টাকার বিনিময়ে এক বছরের জন্যে গন্ডারটি দত্তক নিয়েছেন। আর এই দত্তক নেওয়া গন্ডারটির নাম ভীম। এদিন সপরিবারে সাফারি পার্কে আসেন বাইচুং। সেখানেই পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে দত্তক নেওয়ার একটি শংসাপত্র তাঁদের হাতে তুলে দেওয়া হয়।
ইতিমধ্যে সেই ছবি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ প্রসঙ্গে সাফারি পার্কের ডিরেক্টর দাওয়া সাংমু শেরপা বলেন, ‘আমরা চাই আরও মানুষ এই দত্তক নেওয়ার বিষয়ে আগ্রহী হোক। এ নিয়ে মানুষকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছি।’

 

অন্যদিকে বাইচুং নিজে জানিয়েছেন তিনি ছোটবেলার থেকেই পশুপাখি ভালবাসেন।তার নিজের বাড়িতেও কুকুর এবং নানান ধরনের পাখি আছে।তিনি নিজেও চিড়িয়াখানাতে প্রচুর সাহায্য করেন।তিনি জানান আমি চাইছিলাম এই ধরনের কাজের সাথে জড়িত থাকতে।আমি তাই গন্ডারকে এক বছরের জন্য দত্তক নিলাম।আমি আরো তিন বছরের জন্য এই গন্ডারটিকে আমার পরিবারের সাথে রাখতে চাই।পশুরা কিছু বলতে পারে না,ওরা আকারে ইঙ্গিতে সব কিছু বোঝায়,আমি যদি ওদের জন্য কিছু করতে পারি ভাল লাগবে আমার।বাইচুই আরো জানান তিনা নিজে বার্ড হাউজ খুলবেন।যেখানে সারা ভারত কেন সারা বিশ্বের পাখিরা থাকবে।আপাতত এটাই ফুটবল বাদ দিয়ে আমার আরেকটি প্রধান মুল্যবান লক্ষ।