Durand অভিযানে জামশেদপুরের তুরুপের তাস হতে পারে প্রাক্তন বাগান ফুটবলার

Durand Cup অভিযানের জন্য স্কোয়াড ঘোষণা করেছে জামশেদপুর এফসি। শুক্রবার ক্লাবের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে পূর্ণাঙ্গ স্কোয়াড। স্কোয়াডে রয়েছেন মোহনবাগানের হয়ে আই লীগ জয়ী এক ফুটবলার।

sheikh sahil

Durand Cup অভিযানের জন্য স্কোয়াড ঘোষণা করেছে জামশেদপুর এফসি। শুক্রবার ক্লাবের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে পূর্ণাঙ্গ স্কোয়াড। স্কোয়াডে রয়েছেন মোহনবাগানের হয়ে আই লীগ জয়ী এক ফুটবলার।

ইন্ডিয়ান সুপার লীগে শুরু হওয়ার আগে Durand Cup টুর্নামেন্টকে প্রস্তুতি পর্ব হিসেবে বেছে নিয়েছে একাধিক দল। জামশেদপুর ফুটবল ক্লাবও তার ব্যতিক্রম নয়। তাদের প্রকাশ করা স্কোয়াডের তালিকায় জায়গা পেয়েছেন শেখ সাহিল। মোহনবাগান সমর্থকরা এখনও নিশ্চই মনে রেখেছেন তরুণ এই ফুটবলারের নাম। সবুজ মেরুন ক্লাবের হয়ে ২০১৯-২০ মরসুমে আই লীগ জিতেছিলেন ব্যারাকপুরের এই ফুটবলার।

   

ভারতীয় ফুটবল সার্কিটে শেখ সাহিলের উত্থান ২০১৯ সাল থেকে। বাগানের হয়ে প্রায় কুড়িটি ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। মোহনবাগানের আই লীগ জয়ের পিছনে বড় ভূমিকা রেখেছিলেন এই বঙ্গ তনয়। পরে তিনি সুযোগ পেয়েছেন ইন্ডিয়ান সুপার লীগে। মোহনবাগানের পর এটিকে মোহন বাগানের স্কোয়াডেও জায়গা করে নিতে পেরেছিলেন মাঝমাঠের তরুণ তুর্কি। এটিকে মোহন বাগানের হয়েও দুই মরসুমেও খেলেছিলেন কিছু ম্যাচ। এরপর যোগ দিয়েছেন জামশেদপুর এফসিতে।

Durand Cup-এ ভারতীয় স্কোয়াডে ওপর আস্থা রাখছে ইস্পাত নগরীর ক্লাব। ঘোষিত স্কোয়াডের বেশিরভাগ ফুটবলার বয়সে তরুণ। চলতি Durand Cup-এর গ্রুপ বি-তে রয়েছে জামশেদপুর এফসি। আগামী ৮ আগস্ট তাদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। সন্ধ্যা ৬ টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হবে ম্যাচ।

Durand Cup 2023, Group B: Indian Navy FT, Jamshedpur FC, Mohammedan SC, Mumbai City FC।