রাজনীতির কটাক্ষ সিপিআইএমে (CPIM) সাদা চুলের লোকেদের গুরুত্ব বেশী। কিন্তু গত কয়েক বছরে এই থিওরি বদলে ফেলেছে এ কে গোপালান ভবন। দেশজুড়ে নতুন মুখ আনার চেষ্টা শুরু করেছে সিপিআইএম৷ তাবলে বুড়োরা কম যাবে কেন! বিশ্বকে চমকে দিলেন অশীতিপর নেতা। বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন ৮২ বছরের সিপিআইএম নেতা এম জে জেকব৷ কেরলের বিধায়ক ছিলেন তিনি।
ফিনল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথেলেটিক চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ২ টি ব্রোঞ্জ পদক জিতলেন জেকব৷ ৮২ বছর বয়সেও ৮০ মিটার এবং ২০০ মিটারের হার্ডেলসে এম৮০ ক্যাটগরির পুরুষ বিভাগে এই পদক পেয়েছেন তিনি।
চলতি বছরেই কেরলে অনুষ্ঠিত ৮০ মিটার এবং ২০০ মিটার হার্ডেলসে সোনা জিতেছিলেন তিনি। এমনকি এশিয়ান মাস্টার্স চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন জেকব।
খেল দুনিয়ার পাশাপাশি রাজনীতিতেও বিরাট চমক এনেছিলেন জেকব। ২০০৬ সালে রাজ্যের মন্ত্রী পিরভারোমের বিধায়ক টি এম জেকবকে পরাজিত করে, কংগ্রেসের দুর্গে লাল ঝাণ্ডার দিন শুরু করেছিলেন৷ যদিও রাজনীতিতে তাঁর কাছে এটা নতুন কিছু নয়, এর আগে তিরুমারাডি এবং এরনাকুলামের পঞ্চায়েত সভাপতির পদও সামলেছেন তিনি৷