Rinku Singh’s Exclusion: দলে রিঙ্কু সিং থাকলে ভাল হত: মত আকাশ চোপড়ার

Rinku Singh's Exclusion

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ দল ঘোষণা করেছে বিসিসিআই। দেখা যায়, দলে যশশ্বী জয়সওয়াল এবং তিলক বর্মা জায়গা পেলেও ব্রাত্য থেকেছেন রিঙ্কু সিং (Rinku Singh’s Exclusion)। সেই নিয়ে ভারতির প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া বলেন, রিঙ্কুকে নিলে অংল বাছাইয়ে কিছুটা সুবিধা হত দলের।

একটি ভিডিওতে চোপড়া বলেন, “মিডল অর্ডারে সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসন, তিলক বর্মা এবং হার্দিক পান্ড্য থাকছেন। আমার মনে হয় না তিন নম্বরে তিলককে খেলাবে দল। যে দুজন উইকেটকিপার যাচ্ছেন দলের সাথে- সঞ্জু স্যামসন এবং ঈশান কিশান, তারা দুজনেই ৩ নম্বরে খেলার জন্য যথেষ্ট উপযুক্ত। আইপিএলে উপরের দিকে ভালো খেলেছিলেন তিলক। যদি হার্দিকের পর ব্যাট করার জন্য ভালো ব্যাটার প্রয়োজন হয়, তাহলে সেখানে রিঙ্কু সিং থাকলে অনেক ভালো হত।”

   

১২ই জুলাই থেকে শুরু হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ সফর। শুরু হবে দুটি টেস্ট খেলে। এরপর খেলা হবে ৩টি ওডিআই এবং ৫টি টি-২০ ম্যাচ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন