HomeSports NewsMS Dhoni: একেবারেই ক্রিকেট ছাড়লেন ধোনি! এখন করছেন এই কাজ

MS Dhoni: একেবারেই ক্রিকেট ছাড়লেন ধোনি! এখন করছেন এই কাজ

- Advertisement -

রাজার মুকুট তাকে মানায় না। তিনি পার্শ্বচরিত্র হয়ে থাকতেই বেশি পছন্দ করেন। তবে নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়কের তকমা দেওয়া যায় তাঁকে। এর বাইরে ব্যাট হাতে কত-শত অসম্ভব ম্যাচ যে তিনি ভারতীয় ক্রিকেট দলকে জিতিয়েছেন, সেই নিয়ে দিস্তা দিস্তা কাগজ খরচ করা যাবে। তবে এবার ক্রিকেট ছেড়ে শ্রীমদ্ভগবদ্গীতায় মজলেন দুবারের বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক এম এস ধোনি (MS Dhoni)।

গতকাল ভারতীয় দলের প্রাক্তন ফিল্ডিং কোচ এম শ্রীধর (M Sridhar) এক ইউটিউব চ্যানেলেকে দেওয়া সাক্ষাৎকারে বলেন “ধোনির মধ্যে সবধনের গুণই রয়েছে, ওর সব বিষয়ে ঠান্ডা থাকার পিছনে সবথেকে বড় কারণ হল শ্রীমদ্ভগবদ্গীতা। যেটা ওকে ম্যাচের কঠিন সময়ে মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে।”

   

রান আউটে শুরু, রান আউটেই শেষ – তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্ম আর সমাপ্তি গাঁথা আছে একই সুতোয়। তবে মহেন্দ্র সিং ধোনি কি আসলেই শতভাগ সফল? এমন প্রশ্নও নিশ্চয়ই জাগে ক্রিকেটপ্রেমীদের মনে। সেই কৌতূহলেরও জবাব দিয়েছেন এম শ্রীধর। এদিন তিনি আরও বলেন, “ধোনি সব সময় সঠিক সিদ্ধান্ত নেয় এটা কিন্তু সত্য নয়। কখনো কখনো সেও ভুল করে। কিন্তু সে অনেক ভাল বুঝতে পারে। তাঁর অ্যাকুরেসি শতভাগের কাছেই। খেলা সম্পর্কে ওঁর জ্ঞান অনেক। তাই তাঁর অধিকাংশ সিদ্ধান্ত সঠিক হয় “

প্রসঙ্গত গতবছর চেন্নাইয়ের হয়ে আই পি এল ট্রফি জিতে মুম্বাই ফেরার সময় ধোনির হাতে দেখা গিয়েছিল শ্রীমদ্ভগবদ্গীতা। এছাড়াও সদ্য সমাপ্ত ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে থেকে ফেরার সময় গাড়িতে ধোনির হাতে দেখা গিয়েছিল শ্রীমদ্ভগবদ্গীতা (Bhagavad Gita)। পাপারাৎজিরা গাড়িতে ধোনির গীতা পড়তে থাকা মুহুর্তকে ক্যামেরাবন্দি করেন। তবে আপাতত ঝাড়খণ্ডের বাড়িতেই রয়েছেন ধোনি। এবছর হয়তো শেষবারের মতো আইপিএল খেলতে দেখা যাবে তাকে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular