Badru Banerjee : বদ্রুদার অভাব পূরণ হবে না: সত্যজিৎ

চলে গেলেন প্রাক্তন অলিম্পিয়ন ফুটবলার সমর (Badru Banerjee) ব্যানার্জি । বাংলার ফুটবলে যিনি বদ্রু ব্যানার্জি নামে পরিচিত। ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।…

Badru Banerjee

চলে গেলেন প্রাক্তন অলিম্পিয়ন ফুটবলার সমর (Badru Banerjee) ব্যানার্জি । বাংলার ফুটবলে যিনি বদ্রু ব্যানার্জি নামে পরিচিত। ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার প্রয়ানে শোকাহত বাংলার ফুটবল মহল।

তিনি ছিলেন পা্রিবারিক বন্ধু।পাশাপাশি ছিলেন পিতৃতুল্য। তাই বদ্রুর প্রয়ানে ভেঙে পড়েছেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়। সমর ব্যানার্জির প্রসঙ্গ তুলতেই শোকাহত সত্যজিৎ।

তিনি বলেন, ‘ আমার পারিবারিক বন্ধু ছিলেন ।অলিম্পিকে খেলেছেন । বলা যেতে পারে বদরুদাকে দেখি আমি বড় হয়েছি। শুধু আমি কেন বালিতে যত ফুটবলার উঠে এসেছেন বদ্রুদাকে দেখে বড় হয়েছেন। সকলেই বদ্রুদাকে অনুসরণ করেছেন।’

একইসঙ্গে তিনি বলেন, ‘বদ্রুদার মৃত্যু ভারতীয় ফুটবলে বিশাল ক্ষতি । এটুকু বলতে পারি এই অভাব পূরণ হবে না। এত বড় ফুটবলার আর আসবে না দেশে।’

উল্লেখ্য ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকে ভারতীয় ফুটবল দল সেমিফাইনালে পৌঁছেছিল বদ্রুর নেতৃত্বে। তৎকালীন যুগস্লোভাকিয়ার কাছে হেরে যাওয়ায় ফাইনাল খেলতে পারেনি ভারত ।শুধু তাই নয় ফুটবলার ও কোচ হিসেবে সন্তোষ ট্রফি জয়ের কৃতিত্ব ছিল বদ্রুর। তাই সত্যজিৎ মনে করছেন এমন ফুটবলার বাংলাতে খুব কমই এসেছে। এই অভাব পূরণ হওয়ার নয়।