Alvito D’Cunha: ইস্টবেঙ্গলের নয়া নিযুক্ত কোচ সম্পর্কে ‘বিস্ফোরক’ অ্যালভিটো

বহুদিনের অপেক্ষার পর নতুন কোচের নাম প্রকাশ করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইন কে বিদায় জানিয়ে আগামী দুই মরশুমের জন্য ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের দায়িত্বে এসেছেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত।

Former footballer Alvito D'Cunha speaking at a press conference about the new coach of East Bengal

বহুদিনের অপেক্ষার পর নতুন কোচের নাম প্রকাশ করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইন কে বিদায় জানিয়ে আগামী দুই মরশুমের জন্য ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের দায়িত্বে এসেছেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত।

দলের দায়িত্ব নেওয়ার পর মিডিয়ার মুখোমুখি হয়ে তিনি জানান, “ইস্টবেঙ্গলের প্রধান কোচ হিসেবে আসতে পেরে আমি খুব গর্বিত। ভারতীয় ফুটবলের এত ইতিহাস নিয়ে এই ক্লাব এত সাফল্য পাওয়ার পর আমাকে তাদের ভিশন এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে এটি খুবই আনন্দদায়ক বিষয়।” তিনি আরও জানান, আমি ভারতে ফিরে আসতে পেরে খুবই খুশি। এটি এমনএকটি দেশ যাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। সেইসাথে বহু গৌরবময় মুহুর্ত কাটিয়েছি। কথা দিচ্ছি আমার সমস্ত শক্তি দিয়ে দলকে সাফল্য পাওয়ানোর চেষ্টা করব।

কোচের এমন আবেগঘন মন্তব্যের পরেই খুশির পরিবেশ আপামর লাল-হলুদ সমর্থকদের মধ্যে। তাদের আশা এবার হয়ত পুরোনো ছন্দে ফিরবে দল। বলতে গেলে কার্লোস কুয়াদ্রাতের হাত ধরেই সাফল্যের সরনীতে ফিরতে চাইছেন সকলে। তবে এখনই আনন্দে ভেসে যেতে চাননা লাল-হলুদের প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি’কুনহা (Alvito D’Cunha )। তিনি বলেন, দলের সাফল্যের জন্য সর্বদাই একজন দক্ষ কোচের প্রয়োজন হয়ে থাকে। তবে শুধু সেটাই যথেষ্ট নয়। ভালো দল গড়ার ও প্রয়োজন আছে। নাহলে সমস্যা আরও বাড়বে। গত মরশুমে দলের পারফরম্যান্স খুব একটা খারাপ হয়নি। তবে বিদেশিরা ভালো থাকলে যথেষ্ট ভালো পারফরম্যান্স করতেই পারত। এবার সেই সমস্ত বিষয়ের দিকে নজর দিতে হবে।

তবে এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, আশাকরি কার্লোস কুয়াদ্রাতের পরামর্শ মতোই এবার বিদেশি চয়ন করবেন ক্লাবের কর্তারা। একটা সময় তার দৌলতেই সাফল্যের সরনীতে পৌঁছে গিয়েছিল বেঙ্গালুরু। বলা যায় বেঙ্গালুরু এফসি কে আইএসএল জেতানোর অন্যতম কারিগরি তিনি। তবে এবার লাল-হলুদের ছন্দ ফেরানোর দায়িত্ব তার একার নয়। এক্ষেত্রে ক্লাবের কর্তা থেকে শুরু করে দলের ফুটবলার ও সমর্থক সকলকেই পাশে থাকতে হবে।

Advertisements

উল্লেখ্য, গতকাল ঘন্টাকয়েক আগেই দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের বিদায়ের কথা জানানো হয়েছিল লাল-হলুদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। তারপর কিছুক্ষণ যেতে না যেতেই নতুন কোচের নাম ঘোষণা করে ফেলল ইমামি ইস্টবেঙ্গল ব্রিগেড। বিগত কয়েকদিন ধরেই সার্জিও লোবেরার প্রসঙ্গ কে দূরে ঠেলে কার্লোস কুয়াদ্রাতের সাথে কথাবার্তা এগিয়ে নিয়ে যাচ্ছিল ইমামি ম্যানেজমেন্ট। এবার তাতেই পড়ল শিলমোহর।