Major Fraud: উধাও প্রায় ১৫ লক্ষ টাকা, থানায় অভিযোগ দায়ের করলেন সুব্রত ভট্টাচার্য

এবার বড়সড় প্রতারণার (Major Fraud) স্বীকার হলেন প্রাক্তন তারকা ফুটবলার সুব্রত ভট্টাচার্য (Renowned footballer Subrata Bhattacharya) ওরফে বাবলুদা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আচমকাই উধাও হয়ে গেল…

ছেলে সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya) আবার লাল-হলুদের বিরাট সমর্থক। কিন্তু আজ আর মোহন- ইস্ট নয়। এবার এক অন্যরকম ডার্বির সাক্ষী থাকতে চলেছে আপামর ফুটবলপ্রেমী জনতা।

short-samachar

এবার বড়সড় প্রতারণার (Major Fraud) স্বীকার হলেন প্রাক্তন তারকা ফুটবলার সুব্রত ভট্টাচার্য (Renowned footballer Subrata Bhattacharya) ওরফে বাবলুদা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আচমকাই উধাও হয়ে গেল প্রায় ১৫ লক্ষের ও বেশি টাকা। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। সেই নিয়ে থানায় অভিযোগ জানালে ও এখনো পর্যন্ত মেলেনি কোনো সূত্র। কিন্তু কিভাবে ঘটল এমন ঘটনা? সেটা ঠিক এখনো বুঝে উঠতে পারছেন না ময়দানের এই প্রাক্তন ফুটবলার।

   

তবে এই নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, কিছু সময় আগে পার্ক স্ট্রিটের একটি ব্যাঙ্কে এই বিপুল অর্থ রেখেছিলেন। প্রথম দিকে সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও গত দিন পাঁচেক আগেই নাকি টাকা তোলার একটি ম্যাসেজ আসে তার ফোনে। তড়িঘড়ি ব্যাঙ্কে গিয়ে দেখেন প্রায় ১৫ লক্ষের ও বেশি টাকা উধাও হয়ে গিয়েছে তার অ্যাকাউন্ট থেকে। তারপর আর দেড়ি না করে প্রথমে পার্কস্ট্রিট থানা ও পরবর্তীতে গল্ফগ্রীন থানায় গিয়ে এফআইআর দায়ের করেন। কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুই জানা যায়নি সেই লোপাট হওয়া টাকার সম্পর্কে।

এই তারকা ফুটবলার তথা কোচের মতে , কোনো অনলাইন প্রতারনার স্বীকার হয়েছেন তিনি। এখন সেই লোপাট হওয়া টাকা ফেরত পাওয়ার অপেক্ষায় রয়েছেন সুব্রত ভট্টাচার্য। কিন্তু কিভাবে ঘটে গেল এমন ঘটনা তা এখনো অজানা তার কাছে। বর্তমানে গোটা বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।