Transfer Window: তিন বছরের চুক্তিতে বেঙ্গালুরুতে ইস্টবেঙ্গলের প্রাক্তনী

Transfer Window: গত সুপার কাপের পর থেকেই নতুন করে দল গঠনের গোছানোর কাজে হাত দিয়েছিল বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়া।

Renedy Singh to Bengaluru

Transfer Window: গত সুপার কাপের পর থেকেই নতুন করে দল গঠনের গোছানোর কাজে হাত দিয়েছিল বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়া। তারপর সময় যতো এগিয়েছে ঘর গোছানোর কাজ শুরু করেছে কলকাতার দুই প্রধান সহ অন্যান্য ফুটবল ক্লাব। একের পর এক দেশি ও বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করে পরবর্তীতে সই করিয়েছে আইএসএলের ফ্রাঞ্চাইজি গুলি। খুব একটা পিছিয়ে ছিল না আইএসএল জয়ী ক্লাব বেঙ্গালুরু এফসি।

গত মরশুমে এটিকে মোহনবাগান দলে খেলা তারকা ডিফেন্ডার স্লাভকো ডামজানোভিচ কে আগেই সই করিয়েছিল সাইমনের এই দল। যা নিঃসন্দেহে বড়সড় চমক। তবে সেখানেই শেষ নয়। গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল, সাইমনের সহকারী হিসেবে এই বেঙ্গালুরু দলে যোগ দিচ্ছেন লাল-হলুদের প্রাক্তন ফুটবলার তথা অন্তর্বর্তীকালীন কোচ রেনেডি সিং। এবার সেই নিয়েই উঠে আসল এবার নয়া তথ্য।

আজ ঘন্টাকয়েক আগেই ঠিক বেঙ্গালুরু এফসির স্যোশাল সাইট থেকে ঘোষণা করা হয় সেই কথা। যেখানে বলা হয়, আসন্ন তিনটি ফুটবল মরশুমের জন্য সহকারী কোচ হিসেবে দলের দায়িত্ব নিচ্ছেন রেনেডি সিং। এক কথায় যা বিরাট বড়ো চমক। উল্লেখ্য, হিরো ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল ক্লাব অংশ নেওয়ার পর প্রধান যুক্ত হওয়ার পর গত ২০২১-২২ মরশুমে দলের অন্তবর্তীকালীন দায়িত্ব সামলে ছিলেন তিনি।

বলাবাহুল্য, নড়বড়ে দল থাকা সত্ত্বেও সেবার শক্তিশালী মুম্বাই কে গোলশূন্য ব্যবধানে আটকে দিয়েছিল ইস্টবেঙ্গল। এমনি তার দায়িত্বে পরবর্তীতে একাধিক ম্যাচে বেশ ভালো পারফরম্যান্স করে লাল-হলুদ ব্রিগেড। তবে আসন্ন আইএসএল মরশুমে তার গন্তব্য হতে চলেছে বেঙ্গালুরু এফসি। দলের কোচ সাইমনের সহকারী হিসেবে এবার দায়িত্ব পালন করবেন রেনেডি।

স্টিফেন জামানার অবসান ঘটার পর ইমামি ইস্টবেঙ্গলের নতুন কোচ কার্লোস কুয়াদ্রাতের সহকারী হিসেবে রেনেডির কথা ভেবেছিল ম্যানেজমেন্ট। তবে এবার আর নিজের দল নয়, সাইমনের দলের সঙ্গে ই কাজ করতে ইচ্ছা প্রকাশ করলেন এই প্রাক্তনী।