Transfer Window: লাল-হলুদে সই করার পথে এই স্প্যানিশ ডিফেন্ডার

Transfer Window: গত সুপার কাপের পর থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।

Defender Borja Herrera

Transfer Window: গত সুপার কাপের পর থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। গত মরশুমের ব্যর্থতা ভুলে এবার নতুন করে ঘুরে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য তাদের। সেইমতো নন্দকুমার শেখর থেকে শুরু করে ইভান ভান্সপলকে প্রথমেই চূড়ান্ত করে ফেলে ইস্টবেঙ্গল। তারপর যত সময় এগিয়েছে নিশু কুমার থেকে মন্দার রাও দেশাইয়ের মতো তারকা ও যুক্ত হয়েছে দলের সঙ্গে।

তবে শুধু দেশীয় ফুটবলার চূড়ান্ত করাই নয়, সমান ভাবে পাল্লা দিয়ে সাউল ক্রেসপো থেকে শুরু করে বোরহা হেরেরা ও জাভিয়ের সিভেরিও কে ও দলে টেনেছে কলকাতার এই প্রধান। কিন্তু প্রশ্ন ইভান গঞ্জালেস ছাড়া বিদেশি ডিফেন্ডার হিসেবে কাকে চূড়ান্ত করবে দল? এবার সেই নিয়েই উঠে আসল এক নয়া তথ্য।

বিশেষ সূত্র মারফত খবর, আগত আইএসএলের কথা মাথায় রেখে এবার নাকি বোরহা গ্রানেরোকে দলে টানতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল। এখনো পর্যন্ত তিনি চূড়ান্ত না হলেও কথাবার্তা নাকি অনেকদূর এগিয়ে গিয়েছে এই স্প্যানিশ সেন্টার ব্যাকের সঙ্গে। সব ঠিকঠাক চললে আগামী কয়েকদিনের মধ্যেই হয়ত চূড়ান্ত ঘোষণা করে দেবে লাল-হলুদ ম্যানেজমেন্ট। নিজের ফুটবল ক্যারিয়ারে প্রায় পুরো সময়টাই স্পেনে কাটিয়েছেন এই তারকা ফুটবলার। একটা সময় ভ্যালেন্সিয়ার যুব দল থেকে সকলের নজরে এসেছিলেন গ্রানেরো।

পরবর্তীতে ভ্যালেন্সিয়ার বি দলের পাশাপাশি ভিলাজুয়োসা ও রেসিং ও এক্সট্রিমাডুরার মতো দলেও খেলেছেন তিনি। এক কথায় বলতে গেলে যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন ডিফেন্ডার তিনি। শেষ ফুটবল মরশুমমরশুমে ক্যাস্টিলনে খেলেছেন এই তারকা ডিফেন্ডার। গত জুন মাসে সেই ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হতেই এই ডিফেন্ডারের সঙ্গে কথাবার্তা শুরু করে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।

তবে নয়া ফুটবল মরশুমে আদৌও তিনি ভারতে খেলতে আসেন কিনা এখন সেটাই দেখার। পূর্বে অজি তারকা জেমস দোনাচির সঙ্গে ও কথাবার্তা এগিয়ে নিয়ে গিয়েছিল ইমামি ম্যানেজমেন্ট। তবে শেষ পর্যন্ত লাল-হলুদে আসতে অস্বীকার করেন তিনি। তবে এই স্প্যানিশ ডিফেন্ডার আসলে লাল-হলুদের শক্তি আগের তুলনায় যে বাড়বে তা কিন্তু বলাই যায়।