থাইল্যান্ডের ক্লাবে লাল-হলুদের এই প্রাক্তন ফুটবলার

Advertisements গত বছর ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) জার্সিতে আইএসএল খেলেছিলেন ফেলিসিও ব্রাউন ফোবর্স (Felicio Brown Forbes)। নিজের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে গোল পেয়েছিলেন তিনি। সেই…

Advertisements

গত বছর ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) জার্সিতে আইএসএল খেলেছিলেন ফেলিসিও ব্রাউন ফোবর্স (Felicio Brown Forbes)। নিজের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে গোল পেয়েছিলেন তিনি। সেই ম্যাচে দলের জয় না আসলেও তাঁর পারফরম্যান্সে খুশি হয়েছিল সমর্থকরা। কিন্তু সময় যত এগিয়েছে ততই যেন ছন্দ হারিয়েছেন সেই ফুটবলার।

   

পরবর্তীতে আর সেভাবে সক্রিয় হয়ে উঠতে পারেননি ব্রাউন। গোলের খরায় ব্যাপকভাবে ভুগতে হয়েছিল দলকে। যারফলে মরসুম শেষে এই বিদেশি ফরোয়ার্ডকে বিদায় জানায় লাল-হলুদ ব্রিগেড। পরবর্তী হিসেবে গত ইন্ডিয়ান সুপার লিগের গোল্ডেন বুট জয়ী তারকা দিমিত্রিওস ডায়মান্তাকসকে সই করিয়েছে ময়দানের এই প্রধান। ডুরান্ডের প্রথম ম্যাচে গোল ও পেয়েছেন তিনি।এখন তাঁকে ঘিরেই সাফল্য পাওয়ার স্বপ্ন দেখছেন সকলে।

অন্যদিকে নয়া মরসুমের জন্য থাইল্যান্ডের প্রথম ডিভিশনের ক্লাব মুয়াংথং ইউনাইটেডে যোগদান করছেন ফেলিসিও ব্রাউন ফোবর্স। আগত একটি মরসুমের জন্য তাঁকে দলে নিয়েছে থাই লিগের এই ফুটবল ক্লাব। উল্লেখ্য, গত সিজনে যথেষ্ট হতাশাজনক পারফরম্যান্স ছিল মুয়াংথং ইউনাইটেডের। লিগের সাত নম্বরে থেকেই অভিযান শেষ করতে হয়েছিল প্রথম ডিভিশনের এই ফুটবল ক্লাবের।

নতুন সিজনে ঘুরে দাঁড়াতে এবার কোস্টারিকার এই ফরোয়ার্ডের উপরেই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। লাল-হলুদ জার্সিতে নিজের নামের প্রতি সুবিচার করা সম্ভব না হলেও থাই লিগে নিজের পুরনো ছন্দ ফেরানোর লক্ষ্য ব্রাউনের।

Advertisements