ফুটবল ছেড়ে এবার দালালি করছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন বিদেশি!

সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গল, মোহনবাগান সম্পর্ক বিভিন্ন গ্রুপে ক্রোয়েশিয়ান এক ফুটবলারকে নিয়ে আলোচনা। কথা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবে খেলে যাওয়া অ্যান্টোনিও পেরোসেভিচ (Antonio Perosevic) সম্পর্কে।

Antonio Perosevic

সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গল, মোহনবাগান সম্পর্ক বিভিন্ন গ্রুপে ক্রোয়েশিয়ান এক ফুটবলারকে নিয়ে আলোচনা। কথা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবে খেলে যাওয়া অ্যান্টোনিও পেরোসেভিচ (Antonio Perosevic) সম্পর্কে। বাগান সমর্থকদের কেউ কেউ আবার শুরু করেছেন ট্রোলিং।

ইস্টবেঙ্গল ক্লাবের দুর্দিনে যে ক’জন ফুটবলার আশার আলো দেখিয়েছিলেন তাদের মধ্যে একজন ক্রোয়েশিয়ার অ্যান্টোনিও পেরোসেভিচ। ইস্টবেঙ্গল সমর্থকদের অনেকেই তাকে পছন্দ করেন। কিন্তু হঠাৎ তাকে নিয়ে ট্রোল করা হচ্ছে কেন? আসলে এর পিছনে রয়েছে অ্যান্টোনিও পেরোসেভিচের পোস্ট করা একটি ফেসবুক স্টোরি। সেখানে বাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন তিনি।

আরও পড়ুন: Football News: মোহনবাগানকে গোল দিচ্ছে ইস্টবেঙ্গল

Antonio Perosevic

বিক্রি হতে চলে বাড়ির একটি ছবি এবং যোগাযোগ নম্বর দিয়ে স্টোরি পোস্ট করেছিলেন তিনি। ময়দানের ফুটবল প্রেমীদের অনেকেই তাকে সামাজিক মাধ্যম ফলো করেন। তাই স্টোরি পোস্ট করার পর মোহন বাগান, ইস্টবেঙ্গল সমর্থকদের অনেকেই সেটা নিশ্চই দেখেছেন। স্টোরি এবং অ্যান্টোনিও পেরোসেভিচের ছবি পোস্ট করে কেউ কেউ মজা করেই হয়তো বলছেন, দালালি শুরু করল নাকি এবার! মোহনবাগান সমর্থকদের কেউ কেউ বেশ মজাই পেয়েছেন এই স্টোরির ফলে।

Advertisements

আরও পড়ুন: Transfer Window : ইস্টবেঙ্গল সমর্থকদের আশায় জল ঢেলে থাইল্যান্ডে তারকা ফুটবলার

অ্যান্টোনিও পেরোসেভিচের বয়স এখন ৩১। চাইলে এখনো কয়েক বছর ফুটবল খেলতে পারেন তিনি। তাছাড়া ফুটবলের পাশাপাশি উপার্জনের অন্য পথ সকলে দেখে রাখেন। কারণ খেলোয়াড়দের পেশাদার কেরিয়ার খুব একটা দীর্ঘ হয় না। অবসর নেওয়ার পর পড়ে থাকে দীর্ঘ জীবন।