ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলারের কাঁধে পড়ল গুরু দায়িত্ব

গতবারের কয়েকজন ফুটবলারকে এবারেও ধরে রেখেছে দিল্লি এফসি। সেই সঙ্গে যুক্ত করা হচ্ছে নতুন ফুটবলারদের। একাধিক খেলোয়াড়কে ইতিমধ্যে সই করিয়েছে দিল্লি এফসি।

Prakash Sarkar

গতবারের কয়েকজন ফুটবলারকে এবারেও ধরে রেখেছে দিল্লি এফসি। সেই সঙ্গে যুক্ত করা হচ্ছে নতুন ফুটবলারদের। একাধিক খেলোয়াড়কে ইতিমধ্যে সই করিয়েছে দিল্লি এফসি। সম্প্রতি সই করানোর তালিকায় যুক্ত হয়েছেন আরও একজন ফুটবলার। তিনি আবার ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার।

নতুন মরসুমের জন্য দিল্লি এফসি যে স্কোয়াড গঠন করেছে তাতে জায়গা পেয়েছেন একাধিক বাঙালি ফুটবলার। আজহারউদ্দিন মল্লিকের মতো কলকাতা ময়দানের নামকরা ফরোয়ার্ডকে দলে নিয়েছে দিল্লির এই দল। আসন্ন আই লীগ জয়ের ব্যাপারে অন্যতম দাবিদার হতে পারে রাজধানী শহরের এই ফুটবল ক্লাব। সম্প্রতি তারা সই করিয়েছে প্রকাশ সরকারকে।

প্রকাশকে কলকাতা ময়দানের অনেকেই চিনবেন। কারন অশোক নগরের এই ছেলেটির ফুটবল কেরিয়ারের বেশিরভাগ সময় আবর্তিত হয়েছে কলকাতাকে কেন্দ্র করে। নিজের সিনিয়র কেরিয়ারের শুরুটা দারুণ করেছিলেন প্রকাশ। ইস্টবেঙ্গলের হাত ধরে উত্থান হয়েছিল বাংলার এই রাইট ব্যকের। যুব ফুটবলার হিসেবেও লাল হলুদ ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরে সিনিয়র দলে প্রমোশন পেয়েছিলেন।

টানা প্রায় পাঁচটি বছর ইস্টবেঙ্গলে করিয়েছেন প্রকাশ সরকার। লাল হলুদের সিনিয়র দলে ছিলেন ২০১৭-২০২১ পর্যন্ত। বেশ কিছু ম্যাচে নেমেছিলেন। তবে প্রত্যাশা মতো ওঠেনি তার কেরিয়ার গ্রাফ। ইস্টবেঙ্গল ছাড়া রিয়াল কাশ্মীরের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। রিয়াল কাশ্মীরের হয়ে জিতেছিলেন IFA শিল্ড। এছাড়া ময়দানের একাধিক ক্লাব – পিয়ারলেস, ক্যালকাটা কাস্টমস, ভবানীপুরে খেলেছেন। এবার মাঠে নামবেন দিল্লি ফুটবল ক্লাবের জার্সি পরে।