আচমকা ইস্টবেঙ্গল (East Bengal) শিবির ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছেন তারকা বিদেশি ফুটবলার ইভান গঞ্জালেজ (Ivan Gonzalez)। ইভানের আচমকা ফিরে যাওয়ায় লাল হলুদ সমর্থকদের মনে প্রশ্ন তৈরি হয়েছে।সামনে ট্রান্সফার উইন্ডো শুরুর আগে ইভানের আচমকা কলকাতা ছাড়া নিয়ে শঙ্কিত প্রায় সকলেই।
ইস্টবেঙ্গল দলের গুরুত্বপূর্ণ একজন ফুটবলার ইভান গঞ্জালেজ।চলতি মরশুমে একেবারে দাগ কাটার মতো কোনও পারফরম্যান্স দিতে পারেননি গঞ্জালেজ।যে প্রত্যাশা নিয়ে ইস্টবেঙ্গল দল নিয়ে এসেছিলো গঞ্জালেজ কে,সেই প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ তিনি।
চলতি মরসুমের প্রথম দিককার খেলায় ইভান গঞ্জালেজের খারাপ খেলা প্রভাব ফেলেছে ইস্টবেঙ্গলের পারফরম্যান্সে।বেশ কিছু হারের জন্যে দায়ী তিনি।অবশ্য প্রথম দিকের খেলা গুলোতে খারাপ ডিফেন্স করলেও শেষের দিকের ম্যাচ গুলোতে ক্রমশ ছন্দে ফেরার ইঙ্গিত মিলেছে ইভান গঞ্জালেজের খেলায়।
একটা সময় অবধি মনে হচ্ছিলো ইভানকে ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল।তবে তার বর্তমান পারফরম্যান্সের দিকে যদি নজর দেখা যায় তাহলে সেখানে উন্নতির ছোঁয়া মিলেছে।তাই ইস্টবেঙ্গল ক্লাবের তাকে যে ছাড়ার কোনও পরিকল্পনা নেই, সেটা স্পষ্ট একেবারেই।
এর মাঝে সকল লাল হলুদ সমর্থকদের মনে প্রশ্ন উঠেছে আচমকা কেনো বিদেশ পাড়ি দিলো ইভান গঞ্জালেজ। বিদেশ ভ্রমনের বেশ কিছু ছবি সোশ্যাল শেয়ার করেছেন ইভান।ইভান গঞ্জালেজের বিদেশ ভ্রমনের প্রবনতা আছে। তাই সমর্থক দের কোনো চিন্তার কারণ নেই,শুধুমাত্র ভ্রমণের জন্যে বিদেশে গেছেন ইভান।হয়তো খোদ লাল হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইন তাকে ছুঁটিটা দিয়েছেন, কারণ পরের ম্যাচের আগে কয়েক দিনের বিরতি আছে, তাই হয়তো ইভান কে ছুঁটি দিয়েছে লাল হলুদ কোচ।