‘বিজেপির একটা কুত্তাও দেশের জন্য প্রাণ দেয়নি’ খাড়গের দাবিতে বিব্রত মোদী সরকার

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) দাবি ‘বিজেপির একটা কুত্তাও দেশের জন্য প্রাণ দেয়নি’। তাঁর এমন দাবির পর প্রশ্নে ও বিতর্কে  উত্তাল সংসদ অধিবেশন ও…

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) দাবি ‘বিজেপির একটা কুত্তাও দেশের জন্য প্রাণ দেয়নি’। তাঁর এমন দাবির পর প্রশ্নে ও বিতর্কে  উত্তাল সংসদ অধিবেশন ও রাজনৈতিক মহল।  কংগ্রেস সভাপতিকে ক্ষমা চাইতে হবে বিজেপির এই দাবিতে  মঙ্গলবার সংসদের দুই কক্ষ উত্তাল হয়ে ওঠে।

সরকারপক্ষ বিজেপি  দাবি তোলে, কংগ্রেস সভাপতিকে তাঁর মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। রাজ্যসভায় বিজেপির নেতা কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের তীব্র আক্রমণ করেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে।

mallikarjun kharge

সংসদ অধিবেশনে খাড়্গে বলেন, ক্ষমা চাওয়ার প্রশ্ন ওঠে না। আমি ঐতিহাসিক সত্য বলেছি। আর পীযুষ গোয়েল বলেন, চিন ও পাকিস্তান নিয়ে কংগ্রেসের ভূমিকা কারও অজানা নয়। তবে খাড়গের দাবি, দেশের জন্য প্রাণ দেওয়া একজন নেতার নাম দিক বিজেপি।

কংগ্রেস সহ অ-বিজেপি দলগুলির দাবি, বিজেপি প্রমাণ দিক তাদের কতজন দেশের হয়ে প্রাণ দিয়েছে। এই বিতর্কে ঐতিহাসিকরা তথ্য খুঁজে তেমন পাননি বলেই জানা যাচ্ছে।

কংগ্রেসের তরফে রাজস্থানে ভারত জোড়ো যাত্রার কর্মসূচির জনসভায় খাড়্গে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন, কংগ্রেস দেশকে স্বাধীন করেছে। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীরা দেশের জন্য প্রাণ দিয়েছেন। অথচ বিজেপির একটা কুত্তাও দেশের জন্য প্রাণ দেয়নি।

ঐতিহাসিক তথ্য ও বিশ্লেষণ বলছে, খাড়গের দাবি মোক্ষম কূটনৈতিক চাল। বিজেপির কাছে দেশের জন্য প্রাণ দেওয়া কোনও নেতার নাম নেই। স্বাধীনতা আন্দোলনে শহিদ বা পরবর্তী সময়ে সন্ত্রাসের শিকার হয়েছেন কংগ্রেস ও কমিউনিস্ট নেতারা। বর্তমান বিজেপির জন্ম স্বাধীনতার পরে। আর বিজেপির পূর্বসূরী জনসংঘের কোনও শহিদ নেতা নেই। এমনকি যে সংঘ পরিবারের রাজনৈতিক শাখা বিজেপি সেই পরিবারও স্বাধীনতা সংগ্রাম থেকে বিচ্ছিন্ন ছিল।