গত ইন্ডিয়ান সুপার লিগে(আইএসএল) এসসি ইস্টবেঙ্গলকে ম্যাচে দলের ডিফেন্স লাইন নিয়ে ল্যাজেগোবরে হতে হয়েছিল। অতীত থেকে শিক্ষা নিয়ে তাই ২০২২-২৩ মরসুমের শুরু থেকেই লাল-হলুদ ঠিঙ্ক ট্যাঙ্ক কোমড়ে গামছা বেধে আসরে নেমে পড়েছিল। আর এই আগাম প্রস্তুতির অংশ হিসেবে প্রথমেই দলের দুর্বল ডিফেন্স লাইনকে শক্তিশালী করার লক্ষ্যে স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেসকে (Ivan Gonzales) নিজেদের শিবিরে ভিড়িয়ে নিতে সক্ষম হয়। ইমামি ইস্টবেঙ্গল ২০২২-২৩ ফুটবল মরসুমে দলের ডিফেন্সের স্তম্ভ হিসেবে গত এপ্রিলেই সই পর্ব সেরে রেখেছিল স্প্যানিশ এই ডিফেন্ডারের সঙ্গে।
বুধবার, সামাজিক মাধ্যমে ইভান গঞ্জালেস একটি ছবি পোস্ট করেছে ওই ছবিতে দেখা যাচ্ছে, স্প্যানিশ এই ডিফেন্ডার ভারতে আসার জন্য লাগেজ গোছানোর কাজে ব্যস্ত এবং এরই অঙ্গ হিসেবে নিজের খেলার কয়েক জুতোজোড়ার ছবি প্রকাশ্যে এনেছে।এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে লাল হলুদ সমর্থকরা আহ্লাদে আটখানা।
স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেস কবে কলকাতার মাটিতে পা রাখবেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। দু একদিনের মধ্যে এই নিয়ে চূড়ান্ত দিনক্ষণ জানা যাবে, তবে এটা নিশ্চিত যে ইভানকে খুব শীঘ্রই লাল হলুদ জার্সিতে দেখা যাবে।
🇮🇳⚽️✅ pic.twitter.com/a0OmIz6Cnv
— IVAN GON24LEZ (@IvanGGonzalezz) August 17, 2022
৩২ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডার গত আইএসএলে এফসি গোয়ার জার্সিতে নজর কেড়েছিলেন। দু বছরের চুক্তিতে ইভান লাল হলুদ শিবিরে নাম লিখিয়েছে।২০২২-২৩ ফুটবল মরসুমে পদ্মা পাড়ের ক্লাব প্রথম বিদেশী ফুটবলার হিসেবে ইভান গঞ্জালেসের সঙ্গে চুক্তি করে এবং দলের অধিনায়কের ব্যাটন হাতে তুলে দিয়েছে।২০২০ সাল থেকে ইভান গঞ্জালেস এফসি গোয়ার জার্সি পড়ে ইন্ডিয়ান সুপার লিগে ৩৬ ম্যাচ খেলেছে।
গত দুই মরসুমে এফসি গোয়ার হয়ে তিন গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন। স্প্যানিশ এই ডিফেন্ডার এফসি গোয়ার হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলায় পাঁচবার অংশ নিয়েছেন। গত মরসুমে ইভান গঞ্জালেস এফসি গোয়ার অধিনায়কও ছিলেন।প্রসঙ্গত, স্প্যানিশ এই ডিফেন্ডার রিয়াল মাদ্রিদ ‘সি’ দলেরও অংশ ছিলেন।