বিবাদের জেরে ক্লাবে ফেরার টিকিট পাননি একাধিক ফুটবলার

গতকাল লেবাননের কাছে হেরে কিংস কাপ অভিযান শেষ করেছে ব্লু টাইগার্স। যারফলে, এবার দেশে ফিরে নিজের নিজের আইএসএল ক্লাব গুলির সঙ্গে যুক্ত হয়ে টুর্নামেন্ট শুরু করতে মরিয়া ফুটবলাররা। ত

Indian Football Team

গতকাল লেবাননের কাছে হেরে কিংস কাপ অভিযান শেষ করেছে ব্লু টাইগার্স। যারফলে, এবার দেশে ফিরে নিজের নিজের আইএসএল ক্লাব গুলির সঙ্গে যুক্ত হয়ে টুর্নামেন্ট শুরু করতে মরিয়া ফুটবলাররা। তবে এক্ষেত্রে এখন পর্যন্ত নাকি ফেডারেশনের তরফ থেকে সবুজ সংকেত পায়নি বেশকিছু ফুটবলার।

যারফলে, বর্তমানে সময়ে দাঁড়িয়ে তারা এশিয়ান গেমসের প্রস্তুতি নেবে নাকি দেশে ফিরে ক্লাবের সঙ্গে যোগ দেবে তা এখনো পরিষ্কার হয়নি। যা সামনে আসতেই রীতিমতো চমকে গিয়েছে ফুটবলপ্রেমীরা। এসবের মাঝেই চলতি মাসের শেষের দিকে কোচিতে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি। সেক্ষেত্রে খেলোয়াড়দের পাওয়া নিয়ে ও দেখা দিতে পারে সমস্যা।

   

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাওয়ার জন্য খেলোয়াড়দের ছাড়ার ক্ষেত্রে বিবাদ দেখা দিয়েছিল হিরো আইএসএলের একাধিক ক্লাব গুলির মধ্যে। তার মধ্যেই আগামী ১৯ তারিখ থেকে শুরু হতে চলেছে এশিয়ান গেমস। যেখানে তাদের প্রথম প্রতিপক্ষ হিসেবে রয়েছে আয়োজক দেশ চিন। এছাড়াও মায়ানমার ও প্রতিবেশী বাংলাদেশের বিরুদ্ধে ও লড়াই করতে হবে তাদের। এক্ষেত্রে মোট ছয়টি গ্রুপ থেকে সেরা দুটি দল ও তৃতীয় স্থানে থাকা মোট চারটি দল সুযোগ পাবে শেষ ১৬ দলের লড়াইয়ে। তবে এখনো পর্যন্ত খেলোয়াড়দের মধ্যে অনিশ্চিয়তা রয়েছে অংশগ্রহণের ক্ষেত্রে।

তার মধ্যেই আবার দেখা দিয়েছে টিকিটের সমস্যা। যতদূর জানা গিয়েছে, কিংস কাপ খেলা এখনো পর্যন্ত বেশকিছু খেলোয়াড়দের আইএসএলে যোগদান করার ক্ষেত্রে এখনো পর্যন্ত বিমানের টিকিট কেঁটে দেওয়া হয়নি। যা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি এশিয়ান টুর্নামেন্টের পরেই তাদের ক্লাবে পাঠাবে ফেডারেশন? কিন্তু তাও পরিষ্কার হয়নি এখনো পর্যন্ত। তবে ফেডারেশনের কথামতো কিংস কাপের পর ১১ ই সেপ্টেম্বর সমস্ত খেলোয়াড়দের ফিরিয়ে দেওয়ার কথা জানানো হলেও এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি কোনো কিছু। তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই পরিস্থিতির উন্নতি ঘটবে।