Monday, December 8, 2025
HomeSports Newsফুটবল ছেড়ে ব্যাট-বল হাতে ক্রিকেট পিচে প্রবীর-কৃষ্ণারা

ফুটবল ছেড়ে ব্যাট-বল হাতে ক্রিকেট পিচে প্রবীর-কৃষ্ণারা

- Advertisement -

তাদের ফুটবল মাঠেই মুন্সীয়ানা দেখাতে দেখি আমরা।কিন্তু মাঝে মধ্যে ছক ভাঙতে ইচ্ছা করে তাদেরো।বর্তমান সময়ে যে কয়েকজন ফুটবলারদের জুটির কথা আলোচনা করা হয় তাদের মধ্যে অন‍্যতম দুই জন প্রবীর (Prabir Das ) এবং কৃষ্ণা (Roy Krishna) জুটি।

একটি সময় দুজনে একসাথে খেলেছিলেন এটিকে মোহনবাগানে। বর্তমানে দুজনেরই ঠিকানা বেঙ্গালুরু এফসির।দুজনেই সুনীল ছেত্রীর দলের অন‍্যতম গুরুত্বপূর্ণ দুই ফুটবলার। ফুটবল মাঠে ভক্ত হলেও এবার ক্রিকেট মাঠে চরম দুই প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেন রয় কৃষ্ণা এবং প্রবীর দাস জুটি। শীতের আমেজের সাথে ক্রিকেট উপভোগ করলেন দুজনে।

   

সদ‍্য সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন প্রবীর দাস।সেখানে দেখা মিলেছে এই মজার ঘটনার ভিডিও।যে দল জিতবে তাদের চা বানিয়ে খাওয়াতে হবে,সেই শর্তে খেলতেও রাজী হয় দুই পক্ষ।

ঠিক হয় পাঁচ ওভারের খেলা হবে।তারপর টসের মাধ্যমে দল বাছাই করা হয়।টসের পর প্রথমে ব‍্যাট করতে নামে প্রবীর দাসের দল।একটি উইকেটো নেন কৃষ্ণা।তারপর সন্মুখ সমরে মুখোমুখি হয় দুই বন্ধু।বল হাতে কৃষ্ণা এবং ব‍্যাট হাতে প্রবীর।কৃষ্ণার বলে একবার আউটের আশঙ্কা তৈরী হয়েছিল প্রবীরের, কিন্তু বলটি ক‍্যাচ হওয়ার আগে একটা বাউন্স খাওয়ায়,বাতিল বনে গন‍্য করা হয় আউটটি।দুই বন্ধুর লড়াইয়ে শেষ হাসি হেসেছে প্রবীর।পরবর্তী সময়ে সেই সমস্ত মুহূর্ত গুলো তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।যা এই ভাইরাল।বাইশ গজে দুই বন্ধুর লড়াই উপভোগ করেছেন সকলেই।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular