টাকার অংকেই হয়তো আটকে যাচ্ছে East Bengal

ইস্টবেঙ্গল ( East Bengal) ছেড়ে কেন চলে যাচ্ছেন ঘরের ছেলেরা? এই প্রশ্ন এখন ঘুরছে ইস্টবেঙ্গল ক্লাব সমর্থকদের মনে। শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গল যে প্রস্তাব দিয়েছিল, সেটা…

Footballers may not pleased with East Bengal

ইস্টবেঙ্গল ( East Bengal) ছেড়ে কেন চলে যাচ্ছেন ঘরের ছেলেরা? এই প্রশ্ন এখন ঘুরছে ইস্টবেঙ্গল ক্লাব সমর্থকদের মনে। শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গল যে প্রস্তাব দিয়েছিল, সেটা অনেকের পছন্দ হয়নি।

ফুটবল মহলে গুঞ্জন, লাল হলুদ ক্লাবের পক্ষ থেকে ফুটবলার এমনকি তাদের এজেন্টদের সঙ্গে সরাসরি কথা বলা হয়েছিল। সেই সঙ্গে সাধ্য মতো অফার দেওয়া হয়েছিল। তাও কেন পিছিয়ে গেলেন খেলোয়াড়রা। বিনিয়োগকারী প্রসঙ্গে লাল হলুদ কর্তারাও নিশ্চিত ছিলেন না। কবে কে বা কারা ক্লাবের পাশে এসে দাঁড়াবে সে ব্যাপারে নিশ্চিত কিছু বলা যায়নি। সই এখনও হয়নি।

ক্লাবের পক্ষ থেকে যে অফার দেওয়া হয়েছিল সেখানে টাকার অংক একটা ফ্যাক্টর বলে ফুটবল মহলের কেউ কেউ মনে করছেন। ইন্ডিয়ান সুপার লিগ খেলার জন্য ফুটবলাররা যে পরিমাণ টাকার অংক আশা করেন, সেটা হয়তো ক্লাব অফার করেনি বা করতে পারেননি। যার ফলে অনেকে পিছিয়ে গিয়েছেন। সর্বোপরি অন্য ক্লাবে যোগ দিয়েছেন।

হীরা মন্ডল বেঙ্গালুরু ফুটবল যোগ দেওয়ার পর ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে জল্পনা আরও বেড়েছে। টাকার পরিমাণ যেমন একটা ফ্যাক্টর হতে পারে, আরও একটা বিষয় হল সময়। সই কবে হবে সে দিকেই ফুটবল প্রেমীরা তাকিয়ে রয়েছেন এখনও। খেলোয়াড়রাও সেই খবরের অপেক্ষায়। পরীক্ষিত ফুটবলারদের অনেকের কাছে অন্যান্য ক্লাবের অফার ছিল। যার ফলে অনিশ্চয়তার মধ্যে না থেকে অনেকে বেছে নিয়েছেন নিশ্চিত কোনো পথ। সব মিলিয়ে লাল কর্তারা চেষ্টা করলেও সব ক্ষেত্রে তাঁরা সফল হতে পারেননি।