Explosion on Bus: টিম বাসে জোরালো বিস্ফোরণে জখম বহু

বৃহস্পতিবার ফুটবলারদের বাসে বিস্ফোরণ (Explosion on Bus)। আহত একাধিক খেলোয়াড়। নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ব্রাজিলে (Brazil)।  ব্রাজিলের বাহিয়া ক্লাবের…

Explosion on Bus: টিম বাসে জোরালো বিস্ফোরণে জখম বহু

বৃহস্পতিবার ফুটবলারদের বাসে বিস্ফোরণ (Explosion on Bus)। আহত একাধিক খেলোয়াড়। নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ব্রাজিলে (Brazil)। 

ব্রাজিলের বাহিয়া ক্লাবের বাসে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত বাস। কাঁচের টুকরো আঘাতে দলের গোলরক্ষক দানিলো ফার্নান্দেজ। বাসের ভিতরে রাখা ছিল বিস্ফোরণটি। ঘরোয়া উপায়ে সে’টি তৈরি করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। 

বাহিয়া ক্লাবের পক্ষ থেকে ঘটনার বিবরণ এবং একাধিক ছবি পোস্ট করা হয়েছে সামাজিক মাধ্যমে। ক্লাবের তরফে জানানো হয়েছে গোলরক্ষক ছাড়াও আহত স্ট্রাইকার মার্সেলো সিরিনো এবং লেফট ব্যাক ম্যাথিউস। 

Advertisements

বৃহস্পতিবার একটি ম্যাচ ছিল বাহিয়ার। সম্পাইয়োর বিরুদ্ধে খেলার উদ্দেশ্যে রওনা হয়েছিল বাসটি। পথেই ঘটে এই ঘটনা। বাসের সিটে রক্তের দাগ। জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় বাসের পিছনে থাকা একটি গাড়ির ওপরেও পড়েছে বিস্ফোরণের প্রভাব। 

প্রথম ডিভিশন থেকে অবনমন হয়েছিল বাহিয়ার। স্বভাবতই সমর্থকরা খুশি নন। অনুমান করা হচ্ছে ক্লাবের সমর্থকরা এই কাণ্ডের পিছনে থাকতে পারেন। যদিও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি এখনও। তদন্ত চলছে।