Monday, December 8, 2025
HomeUncategorizedEast Bengal: চাপে পড়ে ইমামি'কে চিঠি ধরালো লাল হলুদের ক‍র্তারা

East Bengal: চাপে পড়ে ইমামি’কে চিঠি ধরালো লাল হলুদের ক‍র্তারা

- Advertisement -

দলগঠন তো দুরের কথা বর্তমানে ইমামি’র সাথে চুক্তি পর্যন্ত হয়নি ইস্টবেঙ্গলের (East Bengal)। বিষয়টি নিয়ে খানিকটা চিন্তিত লাল হলুদের কর্মকর্তারা‌।তাই আর বিলম্ব না করে ইমামির উদ্দেশ্যে ক্লাবের তরফে একটি চিঠি লেখা হয়েছে ক্লাবের কার্যকারী কমিটির বৈঠকের শেষে।

ইতিমধ্যে একে একে ফুটবলার’রা ক্লাব ছাড়তে থাকায় খানিকটা ব‍্যাকফুটে ইস্টবেঙ্গল,যা অপেক্ষা করছে নতুন চুক্তি পাওয়ার তারাও খুব বেশি দিন আর দলের সাথে থাকবেন না এমনটাই মনে করছেন কেউ কেউ।এরপর ক্লাবে বৈঠক ডাকা হয়,পাঠানো হয় ইমামি গোষ্ঠী’কে একটি চিঠি।যেখানে বিনিয়োগ’কারী সংস্থা’কে দ্রুত ব‍্যাপারটা নিঃস্পত্তি করার জন্য অনুরোধ করা হয়েছে।

   

কর্মকর্তা’রা চাইছেন চুক্তিপত্র নিয়ে যেমন আলোচনা চলছে চলুক, কিন্তু দল গঠনের কাজটাকেও যেনো গুরুত্ব সহকারে দেখে দল।মঙ্গলবার ক্লাবের কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়,যতো শীঘ্রই সম্ভব ক্লাবের ফুটবল সংক্রান্ত কাজ যেনো দ্রুত সেরে ফেলা হয়।

একদিকে যখন আইএসএলের ক্লাব গুলো’র দল গঠনের কাজ প্রায় শেষের পথে,সেখানে এখনও অবধি কোনও ফুটবলারের সাথে চুক্তি অবধি করতে পারিনি ইস্টবেঙ্গল।এই সময় খানিকটা চাপ পড়েই ইমামি’কে চিঠি ধরালো লাল হলুদের কর্মকর্তারা কতো শীঘ্রই এই সমস্যার সুরাহা হয় এখন সেটাই দেখার বিষয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular