উত্তর প্রদেশের এই ডিফেন্ডারকে দলে টানল শ্রীনিধি ডেকান

নতুন মরসুমে শক্তি বাড়াতে শ্রীনিধি ডেকান দলে নিল উত্তর প্রদেশের ডিফেন্ডার মহম্মদ আকিবকে। রিয়াল কাশ্মীর ও ইন্ডিয়ান এয়ার ফোর্সের প্রাক্তন তারকা।

গত আইলিগে খুব একটা ভালো পারফরম্যান্স ছিল না শ্রীনিধি ডেকান এফসির। লিগ টেবিলের নবম স্থানে থেকেই মরসুম শেষ করেছিল হায়দরাবাদের এই ফুটবল দল। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল ম্যানেজমেন্ট। দাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। তবে সেইসব এখন অতীত। এবারের নতুন মরসুমে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর শ্রীনিধি‌। সেজন্য এবারের ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই সক্রিয়তা দেখাতে শুরু করেছিল হায়দরাবাদের এই ফুটবল ক্লাব। সময় এগোনোর সাথে সাথেই একের পর এক দাপুটে ফুটবলারদের যোগদানের কথা জানানো হচ্ছিল তাঁদের তরফে।

Advertisements

বিশেষ করে গত কয়েক মাসে আইজল এফসি থেকে শুরু করে অন্যান্য দল গুলি থেকে আর ও একাধিক তারকাকে দলে সই করায় ম্যানেজমেন্ট। তাঁদের উপস্থিতিতে আগের থেকে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে এই ফুটবল দল সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবারের আইএফএ শিল্ডে তাঁদের খুব একটা আহামরি পারফরম্যান্স না থাকলেও সেই হতাশা কাটিয়ে আইলিগের নতুন মরসুমে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর শ্রীনিধি। তবে শুধুমাত্র নতুন ফুটবলার দলে টানাই নয়। পরিকল্পনা অনুযায়ী দলের বেশকিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি ও বাড়ানোর পরিকল্পনা ছিল শ্রীনিধির। সেইমতো গোলরক্ষক আরিয়ান নীরজ লাম্বার সঙ্গে চুক্তি বাড়িয়ে ছিল আইলিগের এই ফুটবল দল।

   

কিন্তু সেখানেই শেষ নয়। সময় যত এগিয়েছে আরও একাধিক ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর কথা ঘোষণা করেছে ম্যানেজমেন্ট। পাশাপাশি এবার উত্তর প্রদেশের এক দাপুটে ডিফেন্ডারকে নিজেদের দলের সঙ্গে যুক্ত করল শ্রীনিধি ডেকান এফসি। তিনি মহম্মদ আকিব। একটা সময় রিয়াল কাশ্মীরের যুবদল থেকে সকলের নজর কেড়ে ছিলেন বছর আঠাশের এই ভারতীয় ফুটবলার। পরবর্তীতে ইন্ডিয়ান এয়ার ফোর্সের হয়ে খেলেন তিনি। এবারের এই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে ও দলের হয়ৈ যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল আকিবের।

Advertisements

সবদিক মাথায় রেখেই এবার তাঁকে দলে যুক্ত করেছে হায়দরাবাদের এই ফুটবল দল। আসন্ন আইলিগে নিজেকে এই নতুন দলের জার্সিতে আদৌও কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার বিষয়।