সুপার কাপে নেই রিয়াল কাশ্মীর, দুই প্রধানের সাথে খেলবে কারা?

Dempo Sports Club

কিছুদিন পরেই শুরু হতে চলেছে সুপার কাপ (Super Cup 2025)। গত ডুরান্ড কাপের হতাশা ভুলে এবার এই টুর্নামেন্ট থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর কলকাতা ময়দানের দুই প্রধান। তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এবং মোহনবাগান সুপার জায়ান্ট। এছাড়াও নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য থাকবে বাকি সকল ফুটবল ক্লাবের। সেই কথা মাথায় রেখে বহু আগে থেকেই প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে দলগুলি। যার মধ্যে এবার সকলের নজর রয়েছে গ্ৰুপ ‘এ’র দিকে। যেখানে স্থান পেয়েছে কলকাতা ময়দানের দুই প্রধান সহ দুইবারের আইএসএল জয়ী দল চেন্নাইয়িন এফসি।

Advertisements

স্বাভাবিকভাবেই লড়াইটা যে এবার সহজ হবে না সেটা ভালো মতোই বুঝতে পারছেন সকলে। পাশাপাশি এই একই গ্রুপে স্থান পেয়েছিল আইলিগের অন্যতম শক্তিশালী দল রিয়াল কাশ্মীর এফসি। তবে এবার সুপার কাপ (Super Cup 2025) শুরু হওয়ার মাত্র সপ্তাহখানেক আগেই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসলো রিয়াল কাশ্মীর। আসলে গত কয়েক মাসের ডামাডোল পরিস্থিতির দরুন দেশের দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ শুরু হওয়া নিয়ে ধোঁয়াশা থাকায় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হাতে গোনা কয়েকটি ম্যাচের জন্য খেলোয়াড়দের এনে বিরাট অর্থ খরচ করতে রাজি নয় এই ফুটবল ক্লাব।

গত বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়ে দিয়েছে রিয়াল কাশ্মীর। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে যে তাঁদের বদলে কারা অংশগ্রহণ করতে পারে এই সুপার কাপে (Super Cup 2025)। সেক্ষেত্রে এবার ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে ডেম্পো স্পোর্টস ক্লাবের নাম। বিগত কয়েক বছরে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও একটা সময় ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিল ডেম্পো। মোহনবাগানের পাশাপাশি পাঁচবারের আই লিগ জয়ের রেকর্ড রয়েছে ভারতের এই ফুটবল ক্লাবের। বর্তমানে আইলিগে নিজেদের সেরাটা দিতে মরিয়া গোয়ার দল।

Advertisements

শোনা যাচ্ছে এবার সুপার কাপে (Super Cup 2025) অংশ নিচ্ছে ডেম্পো। ইতিমধ্যেই নাকি প্রস্তাব চলে গিয়েছে তাঁদের কাছে। এবং পরিস্থিতি অনেকটাই ইতিবাচক। আসলে গোয়ার বুকে এবারের এই টুর্নামেন্ট আয়োজিত হওয়ায় এবারের এই সিজনে খেলতে চাইছে ডেম্পো।