East Bengal FC: ইস্টবেঙ্গলের হাত থেকে এই তারকা ফুটবলারকে ছিনিয়ে নিল ওডিশা

আগত আইএসএল মরশুমে ওডিশা এফসির দায়িত্ব সামলাবেন স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা। একটা সময় তার লাল-হলুদে (East Bengal FC) আসা সম্পূর্ণ নিশ্চিত হয়ে গেলেও শেষ মুহূর্তে…

Emami East Bengal

আগত আইএসএল মরশুমে ওডিশা এফসির দায়িত্ব সামলাবেন স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা। একটা সময় তার লাল-হলুদে (East Bengal FC) আসা সম্পূর্ণ নিশ্চিত হয়ে গেলেও শেষ মুহূর্তে বদলে যায় সমস্ত কিছু। ধীরে ধীরে কলকাতার এই প্রধান থেকে আগ্ৰহ হারাতে শুরু করেন এই স্প্যানিশ কোচ।

যারফলে, খুব সহজেই মশাল ব্রিগেড থেকে নজর সরিয়ে ওডিশার দিকে নজর দেন এই আইএসএল জয়ী কোচ। গত মরশুমে চীনের সিচুয়ান এফসির কোচ থাকলেও আসন্ন মরশুমের জন্য আইএসএলে ফিরে আসতে জগন্নাথের রাজ্যে পাড়ি দেন তিনি। তারপর থেকেই রীতিমতো ভোল পাল্টাতে শুরু করে গোটা ওডিশা দলের।

গত আইএসএল মরশুমে খেলে যাওয়া দলের একাধিক তারকাদের বিদায় জানাতে শুরু করে সুপার কাপ জয়ী এই দল। যাদের মধ্যে রয়েছেন নন্দকুমার শেখর, সাউল ক্রেসপোর মতো তারকারা। তাদের বদলে নিজের পুরোনো ছাত্রদের ফেরানোর কাজ শুরু করা হয় ম্যানেজমেন্টের তরফে। তবে সেক্ষেত্রে লোবেরার পুরোনো শিষ্যদের দলে আনার ক্ষেত্রে ও দেখা দিয়েছিল একাধিক সমস্যা। কারন তাদের অনেককেই বিরাট অঙ্কের চুক্তিতে দলে টানতে চেয়েছিল ইমামি ইস্টবেঙ্গল থেকে শুরু করে চেন্নাইন এফসির মতো ক্লাব। তবে সেই চেষ্টা খুব একটা সফল হয়নি। গত মাসের শেষেই লাল-হলুদের নজরে থাকা দুই বিদেশি তারকা তথা মুর্তাজা ফল ও আহমেদ জাহু কে চূড়ান্ত করে ফেলে ওডিশা।

তবে সেখানেই শেষ নয়। মুম্বাই সিটির তারকা ফুটবলার মন্দাররাও দেশাইকে লাল-হলুদের তরফে বিরাট অঙ্কের প্রস্তাব পাঠানো হলেও তা নাকোজ করে দিয়ে লোবেরার দলে নাম লেখান তিনি। এবার সেই দলেই যুক্ত হতে চলেছেন দেশীয় তারকা লেনি রদ্রিগেজ। একটা সময় এফসি গোয়া দলের হয়ে লোবেরার কোচিংয়ে খেলেছিলেন এই তারকা। সাফল্য ও পেয়েছেন তিনি। কিন্তু আসন্ন মরশুমে তাকে ছাঁটাই করে দিয়েছে এফসি গোয়া। তাকে নেওয়ার জন্য লাল-হলুদের তরফে লোভনীয় অফার দেওয়া হলেও সেটিকে খুব একটা নজর দিতে নারাজ লেনি। বিশেষ সূত্র মারফত খবর, আগামী মরশুমে তিনি ও যোগ দিতে চান ওডিশা এফসিতে।